গোপাল দেবনাথ : কলকাতা, ১৬ নভেম্বর ২০২১। গান ভালোবাসেন না এই ধরণের মানুষ খুঁজে পাওয়া খুবই কঠিন। একই ধরণের গান বেশিরভাগ মানুষেরই না পসন্দ। বেশ কিছুদিন আগেও ক্যাসেট বা সিডি তে একসাথে অনেক গান এক বা একাধিক শিল্পী মিলে গান গেয়ে রেকর্ড করে শ্রোতাদের হাতে তুলে দিতেন।
বর্তমান সময়ের রেওয়াজ একটি মাত্র গান গেয়ে এবং সেই গান কে ভিডিও এলবাম করে ইউটিউবে পাঠিয়ে দিয়ে শিল্পী নিজের দায়িত্ব পালন শেষ বলে মনে করেন, বাকিটা ছেড়ে দেন দর্শক শ্রোতাদের উপর। এই সময়ে এমনই একজন মানুষের কথা বলবো যিনি প্রতিষ্ঠিত ব্যবসায়ী হয়েও মনে প্রানে গান পাগল। তিনি হলেন আলাপ সংস্থার কর্ণধার প্রশান্ত ধাড়া যিনি নিজেও একজন গায়ক। গত ১১ নভেম্বর কলকাতা প্রেস ক্লাবে প্রশান্ত ধাড়া প্রযোজিত কসমিক হারমনি’র নিবেদনে এবং টোটোন মৈত্র’র পরিকল্পনায় “নানা রঙের গান” নামাঙ্কিত চারটি গানের অডিও ও ভিডিও গানের এলবাম সাংবাদিক সম্মেলনে উপস্থিত অতিথিগণ প্রকাশ করলেন। নানা রঙের গান এর এলবামের শিল্পীরা হলেন প্রশান্ত ধাড়া, দেবারতি ব্যানার্জী, শ্রাবনী মজুমদার, তুলা ও ইন্দ্রানী।
এই সিডি র মধ্যে আছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আগুনের পরশমনি। ভিন্ন স্বাদের নানা রঙের গান এর গীতিকার লীলাময় মিত্র। এই গানগুলির সুর এবং সংগীতায়োজন করেছেন টোটন মৈত্র এবং বাপ্পা চ্যাটার্জি। এই সকল গান রেকর্ডিং করা হয়েছে ওম স্টুডিওতে। ভিডিও এলবামটি পরিচালনা করেছেন তুহিন সিনহা, সম্পাদনা করেছেন কুন্তল সরকার। এই গান প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সতীনাথ মুখোপাধ্যায়, বুদ্ধদেব গাঙ্গুলী, কসমিক হারমনি’র কর্ণধার সুমন, আলাপ সংস্থার কর্ণধার ও গায়ক প্রশান্ত ধাড়া, শিল্পী দেবারতি, শ্রাবনী, তুলা ও ইন্দ্রানী এবং বিশিষ্ট মিউজিশিয়ান দীপঙ্কর বাবু সহ বিশিষ্টজন। উপস্থিত সকল অতিথিগন এই উদ্যোগের জন্য প্রসংশা করেছেন উদ্যোক্তাদের।
Be First to Comment