স্বপন দেবনাথ : কলকাতা, ৭ নভেম্বর, ২০২১। আজকের দিনে সাধারণ মানুষ কেবলমাত্র গান শুনেই খুশি থাকেন না। সেই সব মানুষরা দু চোখ ভরে গানের ভিডিও এলবাম দেখতে পছন্দ করেন। শ্রোতা ও দর্শকদের খুশি করার জন্য আগামী ১১ নভেম্বর ২০২১ কলকাতা প্রেস ক্লাবে “নানা রঙের গান” নামক একটি অডিও ও ভিডিও অ্যালবাম আনুষ্ঠানিক ভাবে প্রকশিত হবে।
আলাপ সংস্থার কর্ণধার প্রশান্ত ধারার প্রযোজনায় জনপ্রিয় কজমিক হারমোনি এই অ্যালবাম টি প্রকাশ করছেন।
এই অ্যালবামটির সমগ্র সামগ্রিক ভাবে পরিচালনায় আছেন প্ৰখ্যাত সংগীত পরিচালক টোটন মৈত্র।
এই অ্যালবাম এ গান গেয়েছেন প্রশান্ত ধারা, দেবারতি ব্যানার্জী, তুলা, ইন্দ্রানী ও শ্রাবনী মজুমদার।
নতুন গান ও রবীন্দ্র নাথের একটি গান নিয়ে নতুন ভাবে নতুন আঙিনায় মানুষের মন জয় করতে আসছে এই নানা রঙের গানের অ্যালবাম।
Be First to Comment