Press "Enter" to skip to content

কলকাতা প্রেস ক্লাবে ‘আবৃত্তি শিল্পী সংস্থা’ র সাংবাদিক সম্মেলন……।

Spread the love

গোপাল দেবনাথ : কলকাতা, ২১, ফেব্রুয়ারি, ২০২১। আগেকার দিনে সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পীরা গান বাজনা নৃত্য পরিবেশন করলেও আবৃত্তি পরিবেশন করতে খুব বেশি দেখা যেত না বা উদ্যোক্তারা ও উৎসাহ দিতেন না। এখন দিনকালের অনেক পরিবর্তন হয়েছে আবৃত্তি ও বিশ্বের নানা প্রান্তে প্রশংসিত হচ্ছে। বহু শিল্পী আবৃত্তি কে জীবিকা হিসেবে গ্রহণ করে প্রতিষ্ঠিত হয়েছেন। অন্যান্য শিল্পের মতো আবৃত্তিও শিল্পের পর্যায়ে চলে গেছে। গত ২০ ফেব্রুয়ারি কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে সংস্থার সাধারণ সম্পাদক জয়ন্ত ঘোষ, বিশিষ্ট বাচিকশিল্পী সভাপতি সতীনাথ মুখোপাধ্যায় এবং রূপক মজুমদার বলেন, আপনারা জানলে খুশি হবেন আমরা ‘আবৃত্তি শিল্পী সংস্থা’ দীর্ঘ কয়েকবছর ধরে আবৃত্তি শিল্প কে আরও জনপ্রিয় করে তুলতে নিরলসভাবে কাজ করে চলেছি।

২০১৭ সালে কলকাতার শিশির মঞ্চে আমরা ‘আবৃত্তি মেলা’-র আয়োজন করেছিলাম রাজ্যের মধ্যে প্রথমবার। রাজ্যের বিভিন্ন জেলা থেকে এই মেলায় শতাধিক আবৃত্তিকার অংশ নিয়েছিলেন। ২০১৮ ও ২০১৯ এই দু’বছর আমরা বর্ধমানে আয়োজন করেছিলাম আবৃত্তি উৎসবের। ২০১৮ সালের ২৫ থেকে ২৭ ডিসেম্বর তিনদিনব্যাপী কলকাতার ‘উত্তম মঞ্চে’ ৭০০ জন শিশু- কিশোরদের নিয়ে আয়োজন করা হয়েছিল শিশু-কিশোর আবৃত্তি মেলা। এই সমস্ত শিশুদের সঙ্গে তাঁদের অভিভাবকদের থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল একেবারে নিখরচায়। বাংলা কবিতা ও তার আবৃত্তির প্রয়োগ নিয়ে আমরা এখনও অবধি কলকাতা ও বিভিন্ন জেলায় ৮টিরও বেশী কর্মশালা করেছি আমাদের সদস্যদের নিয়েই।

২০২০ সালে ফেব্রুয়ারি মাসে আমরা কলকাতা রবীন্দ্রসদনে আয়োজন করেছি ‘রবীন্দ্র উৎসব’-এর। পরবর্তী সময়ে পৃথিবী জুড়ে করোনা মহামারি পরিস্থিতিতে সবাই যখন আমরা গৃহববন্দী, সেই সময়েই আমরা ঠিক করেছিলাম ভার্চুয়ালি রবীন্দ্র উৎসব পালনের। অনলাইনে ইন্টারন্যাশনাল আবৃত্তি প্রতিযোগিতা ও রিয়েলিটি শো করার উদ্যোগ নিয়ে আমাদের নিজস্ব ফেসবুক পেজে তা প্রচার করি। শুনলে খুশি হবেন ভারত ছাড়াও বাংলাদেশ, ইউএসএ, জার্মানি, ফ্রান্স, ইউকে, কানাডার মতন দেশ গুলি থেকে বাঙালিরা অংশগ্রহণ করেছিলেন। এদের সংখ্যাই ৩৬০ জন। মোট ৪১৬৪ জন প্রতিযোগী অংশ নিয়েছিলেন এই প্রতিযোগিতায়।


এদের মধ্যে প্রাথমিক পর্বে আমরা ১৫০ জন কে মনোনীত করেছি। পাঁচ বছর বয়স থেকে রয়েছেন প্রতিযোগীরা। এখন আমরা দ্বিতীয় পর্বের মনোনয়ন পর্ব শুরু করব আজকের এই সাংবাদিক বৈঠকের পর। আমরা এখনও অবধি মনস্থির করেছি কোয়াটার ফাইনাল থেকে চূড়ান্ত পর্বের মনোনয়ন পর্বটি টেলিভিশনের মাধ্যমে প্রচার করব যাতে গোটা পৃথিবীর মানুষ দেখতে পান। রবীন্দ্র কবিতা এখনও যে মানুষের মননে কতখানি জায়গা জুড়ে রয়েছে সামাজিক এত অবক্ষয়ের পরেও, আমাদের এই প্রচেষ্টায় তারই একটা ছোট্ট নির্দশন আমরা পেয়েছি।

আগামী দিনে ইন্টারন্যাশনাল আবৃত্তি কনভেনশন করার লক্ষ্যে আমরা প্রস্তুতি শুরু করেছি। ঐ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার সহ সভাপতি মধুমিতা বসু এবং কলকাতা সহ বিভিন্ন জেলার শিল্পীরা। এই অনুষ্ঠানেই সাংবাদিকদের সম্মানিত করা হয়। সংস্থার পক্ষ থেকে কবিগুরুর কবিতা ‘অন্তর মম বিকশিত করো’ এই কবিতার উচ্চারণ করেন উপস্থিত সকলে।

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.