গোপাল দেবনাথ: কলকাতা, ২৬ জুন, ২০২০।আজ ২৬ জুন বিশ্ব মাদকবিরোধী দিবস। ১৯৮৮ সাল থেকে সারা বিশ্বজুড়ে এই দিনটি মহা সমারোহে পালিত হয়ে আসছে। এই মাদকের নেশার কারণে ছাত্র ছাত্রী থেকে যুব সমাজ নেশাতুর হয়ে ভবিষ্যৎ জীবন অন্ধকারের পথে নিয়ে চলেছে।
এই মাদক গ্রহণের কারণে মানুষ তার হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে যে কোনো ধরনের অপরাধ মূলক কাজের সাথে নিজের অজান্তেই জড়িয়ে পড়ছে। সারা বিশ্বের সাথে কলকাতা পুলিশের নারকোটিক বিভাগ এই দিনটি আয়োজন করলো কলকাতা পুলিশের সদর দপ্তর লালবাজার এ।
কোভিড-১৯ এর মহামারীর কারণে সমস্ত রকম সরকারি বাধা নিষেধ মেনে এক মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হল এই দিন। এই অনুষ্ঠানের উদ্বোধন করেন মাননীয় পুলিশ কমিশনার শ্রী অনুজ শর্মা (আই পি এস)।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জয়েন্ট কমিশনার অফ পুলিশ (ক্রাইম) শ্রী মুরলী ধর শর্মা (আই পি এস) এবং উপস্থিত ছিলেন ডি সি (এস টি এফ) শ্রীমতি অপরাজিতা রাই (আই পি এস)।
সমগ্ৰ অনুষ্ঠানটি অত্যন্ত সাবলীল ভাবে সঞ্চালনা করেন শ্রী শরদিন্দু টিকাদার।
Be First to Comment