গোপাল দেবনাথ: কলকাতা, ২৭ জুন, ২০২০।আজ সুরের জাদুকর ও বিশিষ্ট সংগীত শিল্পী রাহুল দেব বর্মণের জন্মদিন। কলকাতার সাদার্ন এভেনিউ তে অবস্থিত এই মহান শিল্পীর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন অমিত কুমার ফ্যান ক্লাবের সদস্যরা। উপস্থিত ছিলেন শিল্পীর একান্ত গুনমুগ্ধরা। করোনার মহামারীর কারণে এই সংস্থার পক্ষ থেকে আগেই সোশ্যাল মিডিয়ায় কোন রকমের জমায়েত না করার অনুরোধ করা হয়েছিল। যদিও সংগীত প্রেমী অনুরাগীদের পঞ্চম দার মূর্তিতে ফুল দিতে আসতে দেখা যায়। রাহুল দেব বর্মনের এই মূর্তিটি অমিত কুমার ফ্যান ক্লাবের পক্ষ থেকে বসানো হয়েছিল। তৎকালীন সময়ে উদ্বোধন করে ছিলেন প্রখ্যাত সংগীত শিল্পী অমিত কুমার স্বয়ং।
আমপানের ঘূর্ণিঝড় এর দাপটে সাদার্ন এভেনিউ তে অনেক বড় বড় গাছ পড়ে গেলেও এই শিল্পীর মূর্তির কোন রকম ক্ষতি হয়নি।
Be First to Comment