গোপাল দেবনাথ : কলকাতা, ২৩, সেপ্টেম্বর, ২০২০। রাজ্যব্যাপী করোনা মহামারীর কারণে লক ডাউন চলাকালীন দীর্ঘদিন কলকাতায় আসতে পারেননি অল ইন্ডিয়া হিউম্যান রাইটস এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান শ্রী বুম্বা মুখার্জী। আজ যখন শহর কলকাতায় প্রবেশ করলেন বুম্বা বাবু সদস্যদের মধ্যে উচ্ছাসের বন্যা বয়ে যায়।
চেয়ারম্যান এর সম্মানে তার নামে কেক আনা হয় এবং সেই কেক বুম্বা বাবু নিজে কেটে উপস্থিত সদস্যদের উৎসাহিত করেন। মহিলা সদস্যরা প্রতিষ্ঠাতার হাতে পুষ্পস্তবক তুলে দেন।
বুম্বা মুখার্জী কে কাছে পেয়ে তারা তাদের মনের কথা বলেন এবং কলকাতায় আরো ভালোকাজ কিভাবে করা সম্ভব সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। সকল সদস্যদের কথা বুম্বা বাবু খুব মনোযোগ দিয়ে শুনে সুপরামর্শ দেন।
আগামীদিনে মানুষের পাশে আরো বেশি করে কি ভাবে থাকা সম্ভব সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
আজকের এই এ.আই.এইচ. আর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এর সম্মাননা অনুষ্ঠান টি আয়োজন করেন অল ইন্ডিয়া হিউম্যান রাইটস এর এই রাজ্যের সহ সভাপতি শ্রী রাজু সরকার এবং তার সুশৃঙ্খল সদস্যগণ।
এই অনুষ্ঠানেই চেয়ারম্যান সাহেবের হাত দিয়ে বহু নতুন সদস্য এই পরিবারে যুক্ত হলেন।
Be First to Comment