গোপাল দেবনাথ : কলকাতা, ১৯ ডিসেম্বর, ২০২২। ট্যাংরা ৫৮নং ওয়ার্ডের এস সি ও এস টি ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দুই দিন ব্যাপী দিবারাত্রি ফুটবল প্রতিযোগিতা হয়ে গেল। এই প্রতিযোগিতায় মোট ১৬টি দল অংশ গ্রহন করে। এই ১৬টা দলকে দুই ভাগে ভাগ করা হয়েছে। প্রবীণ মানুষদের ৮টা দলে এবং তরুণদের ৮টা দলে। এই বছর ১৮ তম বর্ষে পদার্পন করলো দিবারাত্রি এম.এল.এ কাপ ফুটবল প্রতিযোগিতা।
এই ফুটবল প্রতিযোগিতার সহযোগিতায় ছিল এলাকার লায়নস ক্লাব। এই ফুটবল প্রতিযোগিতার মূল উদ্যোক্তা ছিলেন সমাজসেবী অলোক খাটুয়া। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রখ্যাত প্রাক্তন ফুটবলার প্রশান্ত ব্যানার্জী, অলোক মুখার্জী এবং কৃষ্ণেন্দু রায়।
বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক স্বর্ণকমল সাহা, ৫৮নং ওয়ার্ডের মেয়র পারিষদ সন্দীপন সাহা, পুরক চক্রবর্তী সহ বিশিষ্টজন।
Be First to Comment