Press "Enter" to skip to content

কলকাতার সায়েন্স সিটি সেমিনার হলে আয়োজিত হয়েছে শিক্ষা মেলা ভয়েজ ২০২৩…।

নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ৫ অগস্ট, ২০২৩।  দেশের অন্যতম বৃহৎ শিক্ষা মেলা রূপে আজ শনিবার এবং কাল রবিবার দুদিনের জন্য কলকাতার সায়েন্স সিটির সেমিনার হল -এ শুরু হল ‘ভয়েজ ২০২৩’।

‘ইনফিনিটি’ এবং ‘সেভেন রেঞ্জার্স ইনস্টিটিউট অব নার্সিং’-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই শিক্ষা মেলায় অংশ নিয়েছে ১২ টির থেকে বেশি দেশ সেইসব  দেশ থেকে ৫০-এর বেশি মহাবিদ্যালয় হাজির হয়েছে এই মেলায়।

অনুষ্ঠানের সূচনা করে ‘ইনফিনিটি’-অন্যতম নির্দেশক ও প্রতিষ্ঠাতা অধ্যক্ষ নির্মাল্য নাগ জানিয়েছেন, “বিদেশে গিয়ে চিকিৎসা বিজ্ঞানে উচ্চ শিক্ষায় আগ্রহী ছাত্রছাত্রীদের সুবিধার জন্য আজ এবং আগামীকাল রবিবার এই শিক্ষা মেলার আয়োজন করা হয়েছে।”

 

অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে দুবাই ও ইউনাইটেড কিংডম খ্যাত সংস্থা ‘ইয়ান গ্রুপ’।
অনুষ্ঠানে যোগদানকারী ছাত্রছাত্রীদের সাথে কথা বলতে গিয়ে ‘ইয়ান গ্রুপ’-এর প্রতিষ্ঠাতা তথা মুখ্য কার্যনির্বাহী আধিকারিক ইয়ান রিফিউজিও জানিয়েছেন, “বিদেশের মাটিতে উচ্চ শিক্ষা লাভ করে যদি অধিক উপার্জন করা যায়, তাহলে অতি অবশ্যই সে সুযোগ গ্রহণ করা উচিত।”

প্রসঙ্গত উল্লেখ্য, গত মাসে সংসদে শিক্ষা মন্ত্রক থেকে জানানো হয়েছে, “গত বছর ভারত থেকে বিদেশে ৭.৫ লাখ ছাত্রছাত্রী পড়তে গেছে, এদের মধ্যে ২০-২৫ হাজার জন চিকিৎসা বিজ্ঞান সম্পর্কিত উচ্চ শিক্ষার জন্য বিদেশে গেছে।”

 

প্রসঙ্গত বলে রাখা ভালো, গত ১৬ বছরে কমবেশি ৪,৫০০ ছাত্রছাত্রীকে সফলতার সাথে শিক্ষার বিষয়ে পথ দেখিয়েছে ‘ইনফিনিটি’।

More from EducationMore posts in Education »
More from InternationalMore posts in International »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *