গোপাল দেবনাথ : কলকাতা, ৮ জানুয়ারি ২০২২। ফ্যাশন দুনিয়ায় চন্দ্রিমা বসু র নাম প্রায় সকলের ই জানা। ফ্যাশন নিয়ে যে সকল একটু অন্যধরণের কাজ করে থাকে তাদের মধ্যে অন্যতম সকলের প্রিয় চন্দ্রিমা। গতকাল অর্থাৎ ৭ জানুয়ারি শুক্রবার কলকাতার দ্য পার্ল হোটেলে অনুষ্ঠিত হয়ে গেল চন্দ্রিমা’জ আর আর ফ্যাশন হাব এর “শীতের আমেজ” নামক নাটকীয় ফ্যাশন শো এবং নতুন বছরের ক্যালেন্ডারের আনুষ্ঠানিক প্রকাশ।
একটি অসাধারণ অনুষ্ঠানের সাক্ষী থাকলো শহর কলকাতা। প্রথমেই ছিল বিশিষ্ট অতিথিদের দ্বারা প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠান। সমগ্র অনুষ্ঠানটির পরিচালনা ও করিওগ্রাফির দ্বায়িত্বে ছিলেন চলচ্চিত্র পরিচালক সৌরভ বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের সমস্ত রকম কোভিড বিধি মেনেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এই অনুষ্ঠানের মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী ছোট বউ খ্যাত দেবিকা মুখার্জি, অভিনেতা রাজদীপ সরকার, অভিনেত্রী কৌশালী সুর, অভিনেতা আশীষ চক্রবর্ত্তী, নৃত্যশিল্পী দেবযানী ভট্টাচার্য’ র মতো বিশিষ্টজন। এই অনুষ্ঠানের মূখ্য আকর্ষণ ছিল অভিনেত্রী দেবিকা মুখার্জি ও অভিনেতা আশীষ চক্রবর্ত্তী অভিনীত “চারুলতার পরে”।
বহুদিন পর দেবিকা’ র অভিনয় দেখে উপস্থিত সকলে মুগ্ধ হয়ে যায়। ছোট্ট মেয়ের বিবাহের দৃশ্য সকলের নজর কেড়েছে। বিভিন্ন মডেলদের সুন্দর শাড়ি পড়ে মিউজিকের তালে পা মেলানো বেশ ভালো লাগলো। এ ছাড়াও নতুন বছরের ক্যালেন্ডার যাদের ছবিতে সুসজ্জিত ও সমৃদ্ধ তাদের নিয়ে বিভিন্ন ধরনের ফ্যাশন সিকোয়েন্স এক কথায় অনবদ্য। দৃষ্টির কর্নধার সুস্মিতা নাগ, হ্যালো কলকাতার কর্নধার আশীষ বসাক, বিখ্যাত ভজন শিল্পী অজন্তা সরকার, মিত্রামাইন্ড এর কর্নধার অনিন্দ্য মিত্র, চলচ্চিত্র পরিচালক সৌরদীপ ঘোষ এর মতো সমাজের বিভিন্ন শাখার মানুষের সমন্বয় ঘটেছে চন্দ্রিমা’জ আর আর ফ্যাশন হাব এর এ বছরের ক্যালেন্ডারে।
এর সঙ্গে শিবা নায়ার, সিঞ্জিতা দাস , পূজা বিশ্বাস, অঙ্কিতা দত্ত, রাহুল হরি, পৃথা ভট্টাচার্য নাগ, রিচি চক্রবর্ত্তী, সুবীর ঘোষ, ময়ূরী মেরী দে, রাজ কুন্ড, তিয়াশা দত্ত, রাইমা বসু, অরুণিমা দে, কাকলী দত্ত, রাহুল মণ্ডল, সুস্মিতা বণিক, কাকলি নস্কর, দ্বীপশ্রী সোম, মমতা রায়, মৌসুমী দাস, অর্পিতা দাস, মমতা মণ্ডল,
বাসবদত্তা ঘোষ, সুস্মিতা ঘোষ, দিসা চংদার, রাজেন্দ্র নায়ার, কোমল গুপ্তা, তিয়াসা দাস সহ পেশাদার ও অপেশাদার মডেলদের নিয়ে সেজে উঠেছে ১২ মাসের বারো পাতার ১২টি থিমের সু- সজ্জিত টেবিল ক্যালেন্ডার।
গতকালের অনুষ্ঠানে সকল মডেল দের সার্টিফিকেট ও মেমেন্টো দিয়ে অনুপ্রাণিত করলেন চন্দ্রিমা’জ আর আর ফ্যাশন হাব এর কর্ণধার চন্দ্রিমা বসু।
Be First to Comment