নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ২০ ফেব্রুয়ারি, ২০২৩। সারা বিশ্ব জুড়ে এখনকার সময়ে চরম অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে মানুষের মধ্যে শান্তি ফিরিয়ে আনতে কলকাতার চিনারপার্কে অনুষ্ঠিত হল ২৯ তম বিশ্ব শান্তি সম্মেলন, গ্লোবাল বুদ্ধিস্ট ইউথ ফেস্টিভ্যাল।
সিদ্ধার্থ ইউনাইটেড সোস্যাল ওয়েলফেয়ার মিশনের উদ্যোগে এই কনফারেন্সে দেশ বিদেশের বুদ্ধিস্ট সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন জাপানের ওয়ার্ল্ড ফেলোশিপ অফ বুদ্ধিস্ট সংগঠনের সভাপতি হাকুগা মুরায়ামা, ইউ এস এ র মহাপ্রভু ধমানন্দ মহাথেরো সহ বহু বিশিষ্ট ব্যাক্তি।
সিদ্ধার্থ ইউনাইটেড সোশ্যাল ওয়েলফেয়ার মিশনের জেনারেল সেক্রেটারি বুদ্ধপ্রিয় মহাথের বলেন, সমস্ত বুদ্ধিস্ট সংগঠনের পক্ষ থেকে তিনি সারা বিশ্বে শান্তি ফিরে আনার জন্য গৌতম বুদ্ধের আদর্শে মানুষকে এগিয়ে যেতে বলেন। উপস্থিত সকল অতিথি বক্তারা ভগবান গৌতম বুদ্ধের আদর্শে ভক্তিপ্রাণ মানুষকে চলার কথা বলেন।
Be First to Comment