সায়ন দেবনাথ : কলকাতা, ১৭ এপ্রিল, ২০২৫। গত ১৪ এপ্রিল ২০২৫ সারাদিনব্যাপী আম্বেদকর জন্মজয়ন্তী পালন করা হয় রাজ্য যুব কেন্দ্র মৌলালী বিবেকানন্দ কনফারেন্স হলে। আয়োজন করেন আম্বেদকর ফাউন্ডেশন এবং পিপলস এডুকেশন সোসাইটি। পরিচালনায় আম্বেদকর কালচারাল কলেজ। এদিন সকালে স্মরণ সভার উদ্বোধন করা হয় মঞ্চের উপরে রাখা তিনটি গাছে জল দিয়ে এবং ১৫ জন বিশিষ্টজনের টর্চ লাইটের আলোয় পৃথিবী আলোকিত করে দূষণ মুক্ত ও নীরোগ বিশ্বের কামনায়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ বিজয় চন্দ্র বর্মন, নমঃশুদ্র ওয়েলফেয়ার বোর্ডের চেয়ারম্যান মুকুল চন্দ্র বৈরাগ্য, সায়েদা বেগম, ডঃ গোপাল ক্ষেত্ৰী, স্বামী সর্বসুখানন্দ, স্বামী অচ্যুদানন্দ, দীপা দাস, ব্রহ্মকুমারী পিঙ্কি, আচার্য পৃথ্বীরাজ সেন, আচার্য অরূপ মিত্র, পদ্মশ্রী রতন কাহার, পদ্মশ্রী গোকুল চন্দ্র দাস, আব্দুল করিম, নূরনবী জমাদার, দেবকন্যা সেন, ডঃ সমীর শীল, মনোরঞ্জন মন্ডল, যাদবপুর বিশ্ব বিদ্যালয়ের অধ্যাপক ডঃ প্রীতিকুমার রায়, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ মোস্তাক আহমেদ, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ প্রহল্লাদ রায়,
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অনুরাধা বিশ্বাস, ডাঃ হাসিবুর রহমান চৌধুরী, দানবীর অমর চাঁদ কুন্ডু, সাহিত্যিক মহম্মদ ইজাজ আহমেদ, সুখেন মজুমদার, বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী নির্মল কুমার মাজি। উপস্থিত সকল বক্তারা প্রাসঙ্গিক বক্তব্য রাখেন অধ্যাপক ডঃ আশীষ সানা বাবা আম্বেদকর সম্পর্কে বলেন এই মহান ব্যক্তি সম্পর্কে আরো গবেষণা দরকার।
বিজয় বর্মন বলেন যে নির্যাতন অপমান ডঃ আম্বেদকর এবং সেই সময়ের দলিত মানুষদের করেছেন এখনো সেটা আছে এটা খুবই দুঃখের। ডাঃ নির্মল মাজি দীর্ঘ বক্তব্য রাখেন তিনি মুখ্যমন্ত্রীর উদার ও কল্যাণকামী মানসিকতার উল্লেখ করে বলেন এটাই চেয়েছিলেন বাবা সাহেব। ডঃ মোস্তাক আহমেদ বর্তমান সামাজিক অবস্থান ও আম্বেদকর সম্পর্কে সুন্দর বক্তব্য পেশ করেন। ডঃ প্রহল্লাদ রায় ভক্তিভরে আম্বেদকর কে শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন বাবা সাহেবের অবদানের কথা বলে শেষ করা যাবে না। যে ছাড়াও এদিন বক্তব্য রাখেন ডঃ গোপাল ক্ষেত্ৰী, স্বামী সর্বসুখানন্দ, স্বামী অচ্যূতানন্দ, অমর চাঁদ কুন্ডু, আইআইটিয়ান বিষ্ণুপদ টিকাদার, ডাঃ হাসিবুর রহমান, পদ্মশ্রী গোকুল চন্দ্র দাস, নূরনবী জমাদার, দেবকন্যা সেন, ডঃ অরূপ মিত্র, আব্দুল করিম, ডঃ সুশান্ত কুমার মন্ডল, ডাঃ মঞ্জুশ্রী সরকার বসু, ডঃ চন্দ্র শেখর বাগ, আইএএস সত্যজিৎ সেন এবং বিশিষ্ট প্রবীণ সাংবাদিক গোপাল দেবনাথ।
স্বাগত ভাষণ দেন অনুষ্ঠানের সম্পাদক দিলীপ বিশ্বাস, তিনি বলেন বাবা সাহেব আম্বেদকর সহস্রাব্দের শ্রেষ্ঠ মনীষী, বাবা সাহেব এবং তার প্রণীত সংবিধান মেনে চললে ভারতবর্ষ আরও উন্নত হতে পারতো। এই বছর ১৪ এপ্রিল কেন্দ্রীয় সরকার জাতীয় ছুটির দিন ঘোষণা করেছে এবং নিউ ইয়র্ক সিটি ১৪ এপ্রিল আম্বেদকর ডে হিসেবে ঘোষণা করেছিল। বাংলা বছরের শেষ দিনে মোট ১৩টি বিভাগে ১৭০ জন সমাজের বিশিষ্ট ব্যক্তিকে উত্তরীয় ট্রফি মেডেল দিয়ে সন্মান জানানো হয়। আম্বেদকর সমাজ আচার্য হিসেবে ১৫ জন, আম্বেদকর স্মৃতি স্বর্ণপদকে ১৭ জন, গৌতম বুদ্ধ স্মৃতি স্বর্ণপদকে ৭ জন, গুরুচাঁদ স্মৃতি স্বর্ণপদকে ১০জন, কাজী নজরুল স্মৃতি স্বর্ণপদকে ১২জন, মহাপ্রাণ স্মৃতি স্বর্ণপদকে ১২জন, কৃত্তিবাস স্মৃতি স্বর্ণপদকে ১০ জন, সমাজ রত্ন ৩৫ জন, সাহিত্যিক রত্ন ১৬ জন, কবি রত্ন ১৮জন, সাংবাদিক রত্ন ১০জন, শিল্পী রত্ন ১৫ জন এবং শ্রেষ্ঠ সমাজ সেবক ৭ জন কে নির্বাচিত করা হয়।
উপস্থিত গুণীজনদের মধ্য থেকে কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশন করে উপস্থিত দর্শক শ্রোতাদের আনন্দে ভরিয়ে দেন। সারাদিন ব্যাপী এই সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে জাতীয় সংগীতের মাধ্যমে।
কলকাতায় আম্বেদকর স্মরণে গুণীজন সম্বর্ধনা ও বিশেষ আলোচনা চক্র….।

More from CultureMore posts in Culture »
- মা কালী ও পঞ্চ’ম’ -কার সাধনা…..।
- আইসিসিআর এ ক্যালকাটা জার্নালিস্টস ক্লাবের উদ্যোগে ৮ম আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতা….।
- সহস্রাব্দের সেরা মনীষী বাবা সাহেব আম্বেদকর স্মরণে সারাদিনব্যাপী অনুষ্ঠান…।
- চৈত্র মাসের শুক্ল পক্ষের ত্রয়োদশী তিথি জৈন ধর্মাবলম্বীদের কাছে সবচেয়ে পবিত্র দিন…।
- ঈদ মোবারক….। ঈদ মানে খুশীর জোয়ার, সহমর্মিতা ও সহযোগিতার অপূর্ব বন্ধন…. ৷
- মহা সমারোহে আয়োজিত হল TV9 বাংলার দ্বিতীয় ‘নক্ষত্র সম্মান’…।
More from EntertainmentMore posts in Entertainment »
- National award winning actress Rituparna Sengupta’s film Puratawn’ — A Bengali Gem with Sharmila Tagore,& Indraneil Sengupta, Wrapped in Warmth, Wisdom & Wonder Releasing on 18th April in Mumbai….
- Sunrise Spices Celebrated Poila Baisakh with ‘Swadkahon’ in collaboration with Hoichoi….
- সপ্তপদী নাটকে রিনা ব্রাউনের ভূমিকায় পায়েল সরকার….।
- বাঙালিয়ানার মধ্যে বাংলা স্বল্প দৈর্ঘ্যের তথ্যচিত্র ও ছবির উৎসব সুতানুটি শর্টস্….।
- ১০ম NEZ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব মহা সমারোহে সম্মানিত পুরস্কারে ভূষিত হলেন শিল্পীরা….।
- রোমান্টিক কমেডি চলচ্চিত্র ‘হাঙ্গামা ডট কম’….।
More from InternationalMore posts in International »
- মা কালী ও পঞ্চ’ম’ -কার সাধনা…..।
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘ব্রিগেড-জোরে বরাত ফেরে?’ ….
- জাগো ইন্ডিয়া জাগো ফিটনেস ক্যাম্পেইন – আর নয় অজুহাত, এবার ফিটনেসে মন দাও!….
- মণিপাল হসপিটাল, ঢাকুরিয়া সফলভাবে ৮০% স্পাইনাল কর্ডে চেপে বসা বিরল টিউমার অপসারণ করল, ২৮ বছর বয়সী মহিলার জীবনে ফিরল নতুন আশার আলো….।
- আইসিসিআর এ ক্যালকাটা জার্নালিস্টস ক্লাবের উদ্যোগে ৮ম আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতা….।
- সহস্রাব্দের সেরা মনীষী বাবা সাহেব আম্বেদকর স্মরণে সারাদিনব্যাপী অনুষ্ঠান…।
More from MusicMore posts in Music »
- ইমন চক্রবর্ত্তীর একক অনুষ্ঠান বোরোলিন তোমাকে দেখব বলে…।
- শ্রদ্ধাঞ্জলি- এই জাকির, এ হলো রাজিকা…পরিমলদা র ছাত্রী..খুব ভালো নাচে।”শুনে উনি পরিষ্কার বাংলায় বললেন, “ভারী মিষ্টি মেয়ে…তাহলে তো তোমার সঙ্গে বাজাতে হয়।”….।
- আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে অল ইন্ডিহিউম্যান রাইটস অর্গানাইজেশন উদ্যোগে তরফ থেকে এক বিরাট তারকা খচিত সম্মান প্রদান অনুষ্ঠান….।
- দশরূপে দশভূজার ট্রেইলার প্রকাশ….।
- প্রেসক্লাবে বেস্ট ফ্রেন্ডস’ এর পোস্টার এবং গান প্রকাশ…।
- উদ্বোধন কার্য্যালয়ে সারদানন্দ প্রেক্ষাগৃহে আয়োজিত হলো স্বামী আত্মস্থানন্দ স্মারক বক্তৃতা….।
More from PoemMore posts in Poem »
- সাহিত্য অকাদেমির ওয়েবলাইন সাহিত্যমালার অধীনে আয়োজিত হলো বহুভাষিক কবি সম্মেলন…।
- পালক ঝরার মত খসে পড়বে মেকি শুভাকাঙ্খী, ভন্ড আত্মীয়, বন্ধু….।
- একুশে ফেব্রুয়ারী….।
- সাগর মণ্ডলের কবিতা সংকলন “Where the Light Finds Me” প্রকাশিত হল….।
- উত্তর কলকাতার বিধান শিশু উদ্যানে স্মরণিকা প্রকাশ ও গুণীজন সংবর্ধনা…
- এসো আমার ঘরে এসো….।
More from SocialMore posts in Social »
- Cycle Rally by BIS in Digha: Women Volunteers Lead Awareness Drive on Importance of Certified Products….
- Merlin Group Pledges Continued Educational Support to Jai Hind Aboitonic Vidyalaya….
- Rotary Club and IEM-UEM Spread Joy and Support….
- Ibis Kolkata Rajarhat Celebrated the Power of Women in Food…
- Merlin Group Conducts Eye Check-up Camp for 400 Villagers in Bishnupur….
- রানাঘাটের মাত্র দশ মাসের অস্মিকার পাশে ছয় বছরের বর্ষা…।
Be First to Comment