সৃঞ্চিনী পোদ্দার, কলকাতা: ১১ ডিসেম্বর, ২০২২। সমাজে অবহেলিত নির্যাতিত হয়েও আজ যে সকল মহিলারা নিজেদের প্রতিভাকে প্রতিষ্ঠিত করেছেন তাদের এদিন বিশেষ ভাবে সন্মান জানানো হয়। সমাজে নানা স্তরে অত্যাচারিত হওয়া মহিলাদের নিয়ে আয়োজিত হয় মা দুর্গা সন্মান অ্যাওয়ার্ড সিজন ২। এইদিনের এই অনুষ্ঠানের মঞ্চে একদিকে যেমন সমাজে প্রতিষ্ঠিত চিকিৎসক, অভিনেতা থেকে শুরু করে স্বনামধন্য ব্যবসায়ীদের মা দুর্গা সন্মান অ্যাওয়ার্ড সিজন ২ প্রদান করা হয়। তেমনই আরেকদিকে যারা অ্যাসিড আক্রান্ত হয়ে বিকৃত মুখ নিয়েও প্রতি মুহূর্তে লড়াই করে চলেছে তাদের বিশেষ সন্মান জানানো হয় এদিনের অনুষ্ঠানে।
উদ্যান গ্রুপ দ্বারা নিবেদিত মা দুর্গা সন্মান অ্যাওয়ার্ড সিজন ২ আয়োজিত হয় কলকাতার এক অভিজাত আবাসনে। এইদিনের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বহু স্বনামধন্য তারকারা এবং প্রতিষ্ঠিত ব্যবসায়ীরা।
Be First to Comment