গোপাল দেবনাথ : কলকাতা, ৯, আগস্ট, ২০২০। আজ সল্টলেকে গিয়ে দেখা গেল বিগ বাজার বন্ধ। কর্মচারীদের জটলা। আমার মতো অনেকেরই একই অভিজ্ঞতা হলো। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বোঝার চেষ্টা করলাম, ঘটনাটা কি!
অবশেষে নাম প্রকাশে অনিচ্ছুক দু’জন বিগ বাজারের কর্মী জানালেন তারা তাদের মাসিক বেতন দীর্ঘদিন যাবৎ পাচ্ছেন না।
একজন কর্মী জানালেন আমাদের স্টোরে কাস্টমার আসছে কিন্তু স্টক না থাকার কারণে বহু কাস্টমার কে খালি হাতে ফিরে যেতে হচ্ছে। লকডাউন অনেকাংশে কেটে যাওয়ার পরেও উপরওয়ালাদের প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করার পরেও আর্থিক ব্যাপারে সুরাহা হয়নি।
অথচ তারা এখানকার বেতনের উপরেই পুরো পরিবার নির্ভরশীল। মাসখানেক আগে তারা মাত্র ১৫০০/- পেয়েছেন। তাদের অভিযোগ ম্যানেজার লেভেলের কর্মীরা মোটা অংকের বেতন পাচ্ছেন। অথচ এইসব কর্মীদের মাসিক বেতন ও বকেয়া বেতন দেওয়ার ব্যাপারে কতৃপক্ষ নিঃশ্চুপ। কতৃপক্ষের কাছে অনুরোধ কর্মীদের সমস্যা মিটিয়ে জনসাধারণের প্রিয় বিগবাজার খোলার চেষ্টা করুন।
Be First to Comment