বিশেষ প্রতিনিধি : কলকাতা, ১৬ এপ্রিল ২০২১। পশ্চিমবঙ্গে কর্মক্ষেত্রে কোভিডের টিকাকরণ কর্মসূচির প্রথম দিনে শুক্রবার কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক ও চিত্রসাংবাদিকদের টিকা দেবার শিবির অনুষ্ঠিত হয়। রাজ্য সরকারের ব্যবস্থাপনায় প্রেস ক্লাবে এদিনের শিবিরে প্রায় ৮৩ জন সাংবাদিক ও চিত্র সাংবাদিক টিকা গ্রহণ করেন। টিকা প্রদান করেন কলকাতার নীলরতন সরকার মেডিকেল কলজ হাসপাতলের চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা। তত্বাবধান করেন রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর ও নগরোন্নয়ন দপ্তরের পদস্থ আধিকারিকরা।
ভারতের প্রেস কাউন্সিল, এডিটার্স গিল্ড এবং প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার পক্ষ থেকে ইতিমধ্যে ৪৫ বছরের নিচের সাংবাদিক ও চিত্র সাংবাদিকদের সামনের সারির করোনা যোদ্ধা হিসেবে চিহ্নিত করে তাদের টিকাকরণ কর্মসুচির আওতায় আনার জন্য কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের কাছে যে দাবি জানানো হয়েছে প্রেস ক্লাব কলকাতাও সেই দাবিকে সমর্থন জানিয়েছে। এক বিবৃতিতে ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছে পশ্চিম বঙ্গে নির্বাচনের কথা বিবেচনা করে এই ব্যবস্থা নেওয়া অত্যন্ত প্রয়োজন।
কর্মক্ষেত্রে কোভিড টিকার প্রথম দিনে প্রেস ক্লাবে সাংবাদিকদের টিকা শিবির…….।
More from GeneralMore posts in General »
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘পায়ে পড়ি বাঘ মামা!’….।
- আমহার্স্ট স্ট্রিট থানার উদ্যোগে ১২১১ তম রক্তদান শিবিরে সাধারণ মানুষের বাঁধ ভাঙা উচ্ছাস….।
- একাদশ বার্ষিকী শ্রী চৈতন্য জন্মোৎসব ও মেলা….।
- ১০ তম প্রণব রথ ও হর গুরু শঙ্কর শিব শম্ভুর শতবর্ষ পালন….।
- ভালোবাসা দিবস ও চিকিৎসা বিজ্ঞানে ভালোবাসা, ৪৯৬ খ্রিস্টাব্দে পোপ প্রথম জেলাসিয়াস ভ্যালেন্টাইনের স্মরণে ফ্রেন্ড অব লার্ভাসের পক্ষ থেকে এই দিনটিকে ” ভ্যালেন্টাইন ডে ” বলে ঘোষনা করেন…. ৷
- বৌদ্ধধর্মের প্রচারে মাথা মুন্ডন করে দীক্ষা নিলেন কলকাতার অষ্টাদশী কলেজ পড়ুয়া শ্রেষ্ঠা বড়ুয়া….।
Be First to Comment