গোপাল দেবনাথ : ১৭ মে, ২০২১। করোনা পরিস্থিতি তীব্র থেকে তীব্রতর হচ্ছে ভারতে। ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের কাছে চাহিদামত করোনা ভ্যাক্সিন না পেয়ে দিল্লি সহ বেশ কয়েকটি রাজ্য বিদেশের দারস্থ হয়েছে। ঠিক এইরকম পরিস্থিতিতে করোনা ভ্যাক্সিন নিয়ে যখন সারাদেশে হাহাকার। ঠিক তখনই বি জে পি র আইটি সেলের সর্বভারতীয় সভাপতি অমিত মালব্য ভ্যাকসিন নিয়ে টুইট করেন। সেখানে লিখেছেন – ‘ করোনা পরিস্থিতিতে যেসব দেশ একেবারে প্রথম দিকে করোনা টিকা তৈরি করেছিল।ভারত তাদের মধ্যে অন্যতম। বিরোধীরা তখন এই টিকার কার্যকারিতা নিয়ে বিরোধিতা করেছে। আর এখন এই টিকা পাওয়া নিয়ে বিরোধিতা করা হচ্ছে। টিকা কিন্তু জ্যাম নয় যে, ইচ্ছা হলেই যত খুশি বানিয়ে দেওয়া যাবে। যে রাজ্যের টিকার চাহিদা সবচেয়ে বেশি, তারাই আগে পাবে টিকা।বাকিদের অপেক্ষা করতে হবে’। অগ্রাধিকারের ভিত্তিতে টিকা বন্টনের পরামর্শ দিয়েছেন বিজেপির আইটি সেলের সর্বভারতীয় সভাপতি অমিত মালব্য। মারণ ভাইরাস করোনা ভ্যাকসিন এর সাথে জ্যামের তুলনা টানায় বিরোধীরা সরব হয়েছেন।
Be First to Comment