রামকৃষ্ণ চ্যাটার্জী, পশ্চিম বর্ধমান: ২৬, মে ২০২১। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বুধবার ১২২ তম জন্মদিন। আর সেই বিদ্রোহী কবির জন্মভিটে পশ্চিম বর্ধমানের চুরুলিয়া গ্রামেই আজ কোভিড ও ঘূর্ণিঝড় “ইয়াসের” কারণে ম্লান হয়ে গেল কবির ১২২ তম জন্মদিনের অনুষ্ঠান। এদিন কোভিড বিধি মেনেই কবির বাসভবনে পালিত হয় ওনার জন্মদিনের অনুষ্ঠান। মূলত কবি পরিবারের সদস্য ও ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে পালিত হলো বিদ্রোহী কবির এই জন্মদিনের অনুষ্ঠান। যদিও করোনা যে ভাবে রাজ্য তথা দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সেই কথা মাথায় রেখে অন্যান্য বছরের মতো এইবছর মেলার আয়োজন হয়নি কবির জন্মজয়ন্তীতে। তবে কবির সমাধি স্থলে নজরুলগীতি গেয়ে কবির আবক্ষ মূর্তিতে মাল্যদান করে কবির প্রতি সম্মান জ্ঞাপন করেন কবির ভাইপো ও পরিবারের অন্যান্য সদস্যরা। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি সদস্যরাও। তাদের উদ্যোগেই কবির জন্মভিটে চুরুলিয়াতে কবির জন্মদিন পালনের মধ্যে দিয়ে তারা শ্রদ্ধা জানান বিদ্রোহী কবিকে।
পাশাপাশি এদিন পশ্চিম বর্ধমানের জেলা শাসকের দপ্তরেও যথাযথ মর্যাদার সাথে পালিত হলো কবির জন্মজয়ন্তী দিবস। এদিন জেলা শাসকের দপ্তরে বিদ্রোহী কবির প্রতিকৃতিতে মাল্যদান করে কবির প্রতি শ্রদ্ধা জানান জেলাশাসক বিভু গোয়েল। এছাড়াও উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত জেলা শাসক অভিজিৎ তুকারাম শেভালে।
করোনা ও “ইয়াসের” জোড়া ধাক্কায় ম্লান বিদ্রোহী কবির জন্মদিনের অনুষ্ঠান…..।
More from GeneralMore posts in General »
- হাঁটু প্রতিস্থাপন সার্জারির সাম্প্রতিক উন্নতি নিয়ে ডাঃ মনোজ কুমার খেমানির আলোচনা সভা….।
- CINI, ECHO India, and Kolkata Municipal Corporation Collaborate to Strengthen SSA School Leadership and Empower Educators….
- শ্রীচৈতন্য রিসার্চ ইনস্টিটিউট আয়োজিত গৌড়ীয় বৈষ্ণব সম্মেলন….।
- দক্ষিণী প্রয়াস আয়োজন করল “সত্যত উল্লাস ’২৫”: সামগ্রিক উন্নয়ন ও সম্প্রদায়ের চেতনার উদযাপন….।
- Inauguration of a state-of-the-art gallery on climate change titled “On the Edge?” by Hon’ble Union Minister of Culture & Tourism at Science City, Kolkata….
- গঙ্গাসাগর মেলায় পরিবেশ রক্ষায় প্রশাসনের উল্লেখযোগ্য পদক্ষেপ: রক্ষক ফাউন্ডেশনের সঙ্গে ‘গ্রীন গঙ্গাসাগর’ উদ্যোগ….।
Be First to Comment