Press "Enter" to skip to content

করোনা আবহে যে সকল বিউটি পার্লার স্বাস্থ্য বিধি মানছেন গ্রাহকদের সেখানেই যাওয়া উচিত………….

Spread the love

#করোনা আবহে বিউটি পার্লারের স্বাস্থ্য বিধি।#সংগীতা চৌধুরী : কলকাতা, ১৬ জুলাই, ২০২০।দেশজুড়ে ‘কোভিড-১৯’-এর প্রকোপ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে , তবু সরকারের নিয়ম শিথিলতার কারনে ঝুঁকি নিয়েই বেশ কিছুদিন ধরে সাধারন মানুষ স্বাভাবিক জীবনযাত্রার দিকে এগোনোর চেষ্টা চালাচ্ছে। গত চার মাস ধরে গোটা পৃথিবীজুড়ে করোনাভাইরাস যে প্রলয়নৃত‍্য শুরু করেছে, তার হাত থেকে নিস্তার নেই আমজনতা থেকে শুরু করে সমাজের বিভিন্ন ক্ষেত্রের গন‍্য- মান‍্য ব‍্যক্তিদেরও। তা সত্ত্বেও মানুষ আবার তাদের পুরনো অভ‍্যেসকে ফিরে পেতে চাইছে।আনলক পরিস্থিতিতে ধীরে ধীরে সমস্ত দোকান, শপিংমল, ধর্মীয় স্হান সহ বিভিন্ন দর্শনীয় স্থান খুলে দেওয়া হয়েছে। এই সময়ই সৌন্দর্য সচেতন নারী ও পুরুষ দের জন্য বিভিন্ন বিউটি পার্লারের দ্বারও উন্মোচন হয়েছে। তবে সব জায়গাতেই বর্তমান করোনা আবহে কিছু স্বাস্থ্য বিধি মানার কথা বলা আছে। তাই প্রত‍্যেকটি স্হানই সরকারি নিয়মনীতি মেনে নিজের মত করে সেই সব নিয়মাবলী পালন করছে। বিউটি পার্লারের ক্ষেত্রে এই স্বাস্থ্য বিধি কতটা সচেতনতার সঙ্গে মানা হচ্ছে এখানে সে তথ্যই তুলে ধরা হল। দক্ষিণ কলকাতার আনোয়ার শাহ রোডের ওপর এক নামী পার্লার “শ্রী ‘স হেয়ার অ্যান্ড বিউটি সালোন” -এর কর্নধার যশোশ্রী রহমান জানালেন যে ,”আমাদের এখানে যখন ক্লায়েন্টরা আসেন প্রথমেই আমরা ওনাদের হাত ওয়াশ করাই , বাইরেই সেই ব‍্যবস্হা আছে। এরপর হাত স‍্যানিটাইজ করি আর সু- কাভার পরিয়ে দিই , যাতে বাইরের জীবানু জুতোর মাধ্যমে ভেতরে না আসতে পারে। পরবর্তী ধাপে ক্লায়েন্টের বডি স‍্যানিটাইজেশন করি।ক্লায়েন্টকে পুরো জীবানু মুক্ত করার পর আমরা তাকে যে সিটে বসাই , সেই সিট ও স‍্যানিটাইজ করে দিই। আমাদের যে স্টাফরা বিউটি ট্রিটমেন্ট করছেন তারা সকলেই পিপিই কিট বা ডিসপোজেবল অ্যাপ্রন পড়েন। হাতে গ্ল‍্যাভস পড়ে নেন। প্রত‍্যেক ক্লায়েন্টের জন্য আলাদা গ্ল‍্যাভস ব‍্যবহার হয়। ক্ল‍্যায়েন্টদের ডিসপোজেবল তোয়ালে দেওয়া হয়। হেয়ার কাটিং এর ‌‍ক্ষেত্রে ও ডিসপোজেবল শিট ব‍্যবহার করা হয়। এখানে সোশ্যাল ডিস্টেনসিং মেইনটেইন করার জন্য নূন্যতম তিন ফিট গ‍্যাপ দিয়ে দিয়ে বসানো হয়। আমাদের স্যালনের মাপ অনুযায়ী ছয় জনের বেশি ক্ল‍্যায়েন্টদের একসঙ্গে নেওয়া হয় না। তাই এখন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এখানে আসতে হয়। সোশ্যাল ডিস্টেন্স এর কারনে আমাদের স্টাফ সংখ্যা ও এখন লিমিটেড। আর একটা বিশেষ ব‍্যাপার হল, সংক্রমন এড়ানোর জন্য আমাদের স্টাফরা পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াত না করে আমাদের এখানেই থেকে যাচ্ছেন। এটা ক্ল‍্যায়েন্টদের ও অনেকটা নিরাপত্তা দিচ্ছে। বিউটি ট্রিটমেন্টের পর পার্লার ছাড়ার আগে আরেক বার ক্ল‍্যায়েন্টদের স‍্যানিটাইজেশন করা হয়। আমাদের ক্ল‍্যায়েন্টদের মধ্যে অনেক সেলিব্রিটি ও আছেন, সকলের সুরক্ষার ব্যাপারে কোন রকম ফাঁক রাখতে চাই না। তাই যে সব ক্ল‍্যায়েন্টরা এক বার সার্ভিস নিয়েছেন তারা নিয়মিতই আসছেন। আর যারা এখনও আসেন নি, দ্বিধাগ্রস্ত আছেন তারা বুঝতে পারছেন না যে স্বাস্থ্য বিধি আমরা কতটা মেনে চলার চেষ্টা করছি। সেই কারনে ক্ল‍্যায়েন্ট সংখ্যা এখন কিছুটা কমেছে।” স‍্যানিটাইজার, গ্ল‍্যাভস, পিপিই কিট, ডিসপোজেবল তোয়ালে ইত্যাদি নানা সামগ্রী ব‍্যবহার হচ্ছে , এগুলো ক্ল‍্যায়েন্টদের কার ওপর কতটা প্রয়োগ হচ্ছে তার ওপর নির্ভর করেই একটা আলাদা চার্জ নেওয়া হয় ৫০টাকা ১০০টাকা, ১৫০টাকা, ২০০টাকা – এই চারটি ধাপে বলে জানালেন পার্লারের কর্নধার। তবে নামী পার্লারে যারা যাচ্ছেন তাদের জন্য এই টাকার অঙ্কটা তেমন কিছু নয়, কিন্তু যারা সাধারন মানের পার্লারে যান তাদের জন্য এই ব‍্যয় সঙ্কুলান সম্ভবপর নয়, তাই সাধারন মানের পার্লারে থার্মাল স্ক্রিনিং ও স‍্যানিটাইজেশনের ওপর ভরসা করেই পার্লারে রূপ চর্চার জন্য যেতে হচ্ছে। সেই কারণে প্রতি মুহূর্তে সংক্রমণের ভয় থেকেই যাচ্ছে। বর্তমানে করোনা সংক্রমনের হার যে ভাবে উর্ধমুখী হয়েছে তাতে সকলকেই সচেতন ভাবে যে কোন পদক্ষেপ নিতে হবে। গ্রাহকদের উদ্যেশ্যে একটাই কথা বলতে পারি সস্তায় সার্ভিস নিতে গিয়ে সুরক্ষা র সাথে আপস করবেন না।

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.