অশোক ব্যানার্জী : কলকাতা
আজ বিশ্ব কবিতা দিবসে
জানাই আমার শুভেচ্ছা,
কবিতা পড়া কবিতা লেখা
এটাই আমার মনের ইচ্ছা !
কবিতার কথা ভাবলে পরেই
বৃদ্ধ বয়সেও হৃদয়ে দোলা
কবিতার জন্য নিবেদিত প্রাণ
কবিতার জন্য আপন ভোলা।
পারিনা এখন লিখে যাই তবু
মনের গভীরে যে ভাব আসে
কবিতা হোক বা না হোক সেটা
লিখে যাই আমি বড় ভালোবেসে।
কবিতার জন্য আরো বহু দিন
ইচ্ছে তো আছে বেঁচে থাকার
আমার জন্য কবিতা তো আছে
আমিও শুধু কবিতার !
Be First to Comment