Press "Enter" to skip to content

কবিগুরু স্মরণ কলকাতার বিধান শিশু উদ্যানে….।

Spread the love

নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ৯ মে ২০২৩। আজ ২৫শে বৈশাখ বিধান শিশু উদ্যানের কালিকাপ্রসাদ মুক্তমঞ্চে অনুষ্ঠিত হল কবিগুরুর ১৬২ তম জন্মবার্ষিকী। অস্বাভাবিক তাপপ্রবাহের দরুন অনুষ্ঠানের সময় নির্ধারিত করা হয় সন্ধ্যা ৬.৩০ টায়। অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠান শুরুর অনেক আগেই সবাই উদ্যান প্রাঙ্গণে উপস্থিত হয়।

কবিগুরুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। উদ্বোধনী সঙ্গীতে অংশগ্রহণ করে বিধান কলাকেন্দ্রের সভ্য-সভ্যারা। গানে, নৃত্যে, আবৃত্তি, রবীন্দ্রনাথের স্মৃতিচারণায় অনুষ্ঠান পরিপূর্ণতা লাভ করে। কচিকাঁচাদের নাচের ছন্দে, গানের সুরে মুখরিত হয় উদ্যান প্রাঙ্গণ। উপস্থিত দর্শকরা প্রতি বছরের মতো প্রত্যেকেই উপভোগ করে এই শুভ সন্ধ্যার রবীন্দ্রময় সাংস্কৃতিক অনুষ্ঠান।

প্রায় পাঁচ শতাধিক বেশি মানুষের উপস্থিতি প্রমাণ করে রবীন্দ্রনাথ আজও কতটা বাঙালির জীবনে প্রাসঙ্গিক।

More from CultureMore posts in Culture »
More from EntertainmentMore posts in Entertainment »
More from InternationalMore posts in International »
More from MusicMore posts in Music »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *