বিশেষ প্রতিনিধি : কলকাতা, ২৮ এপ্রিল, ২০২৫। গত রবিবার ২৭ এপ্রিল মধ্য কলকাতার পার্ক প্রাইম হোটেলে গ্ল্যামার গ্লো ফ্যাশন আয়োজিত এবং সংস্থার কর্ণধার মৌসুমী বর্ধনের প্রচেষ্টায়, রিপোর্টার্স এন্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশনের সহযোগিতায় অনুষ্ঠিত হল কনসেপ্টচুয়াল বিউটি প্রেজেন্ট শো হাইজেস্ট ফ্যাশন ডিভা সিজন -২ ও বাংলার সেরা বাঙালীদের সম্মান প্রদানে’ সেরা বাঙালিয়ানা সম্মান’।
এদিন প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন উদ্যোক্তা মৌসুমী বর্ধন, ডিজাইনার শ্যামসুন্দর বাসু , অভিনেত্রী বৃন্দা মুখার্জি , রিপোটার্স ও ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক অনুপ কুমার বর্ধন , গ্রুমার ভিহান সিং , ব্যবসায়ী রতন ঝাওয়ার , আইনজীবী দেবযানী ঘোষ সহ বিশিষ্টরা। বিভিন্ন রাউন্ডের মধ্যে দিয়ে মিস ও মিস্টার ক্যাটাগরিতে মোট ৪৮ জন প্রতিযোগী এই বিউটি পেজেন্ট প্রতিযোগীতায় অংশগ্রহণ করেন। এদিন র্যাম্পে বিশেষ অতিথি মডেল রূপে র্যাম্প করেন অভিনেত্রী মৌবনী সরকার। এই প্রতিযোগীতায় যারা বিজেতা হন তাদের মধ্যে মিস বিভাগে প্রথম হন মৌসুমী পাল , প্রথম ও দ্বিতীয় রানার আপ হন বিপাশা আচার্য্য ও শুভেচ্ছা বাগচী। মিস্টার বিভাগে প্রথম হন সুমন গায়েন , প্রথম ও দ্বিতীয় রানার আপ হন অর্ণব মিত্র ও আকাশ পান্ডে। এই অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিল ‘সেরা বাঙালিয়ানা সম্মান’।
এদিন যারা এই সম্মানে ভূষিত হলেন তারা হলেন অভিনেতা ভাস্বর চ্যাটার্জি , অভিনেত্রী মৌবনী সরকার , পরিচালক পারমিতা মুন্সি ,আইনজীবী দেবযানী ঘোষ , কণ্ঠশিল্পী সঞ্চিতা ভট্টাচার্য , তানিয়া কর , দীপ চ্যাটার্জী , অভিষেক সিং ও ডিজাইনার শ্যাম সুন্দর বাসু।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুপার মডেল সপ্তমী ব্যানার্জী।
কনসেপ্টচুয়াল বিউটি প্রেজেন্ট শো হাইজেস্ট ফ্যাশন ডিভা সিজন -২ ও বাংলার সেরা বাঙালীদের সম্মান প্রদানে’ সেরা বাঙালিয়ানা সম্মান’….।

More from CultureMore posts in Culture »
- শেঠ বংশীধর জালান স্মৃতি মন্দিরে ধুমধামপূর্ণ দেব দীপাবলি উদযাপন ও গঙ্গা আরতি অনুষ্ঠিত হল হাওড়া ঘাটে….।
- বাঁকুড়ার ছাতনায় বড়ু চণ্ডীদাসের সামন্তভূমে জগদ্ধাত্রী পূজার আয়োজন….।
- জোকার আবাসনে জগদ্ধাত্রী পুজোয় উঠে এল এক টুকরো চন্দননগর….।
- ব্যাসদেব ও মহাভারত….. যা নেই ভারতে তাই আছে মহাভারতে….।
- নিউজ স্টারডম অনলাইন নিউজ পোর্টালে’র জন্মদিন….।
- স্বামী প্রণবানন্দজী মহারাজের আবির্ভাব উপলক্ষে “প্রণবাঞ্জলি অ্যাপ” ও “যুগের প্রণববাণী” ইউটিউব চ্যানেলের উদ্বোধন হল কলকাতায়….।
More from EntertainmentMore posts in Entertainment »
- স্বামী প্রণবানন্দজী মহারাজের আবির্ভাব উপলক্ষে “প্রণবাঞ্জলি অ্যাপ” ও “যুগের প্রণববাণী” ইউটিউব চ্যানেলের উদ্বোধন হল কলকাতায়….।
- অর্কেস্ট্রায় ভারতীয় সুরকারদের একই সুরের দুই গান সঙ্গে কবিতার কোলাজ, মঞ্চে অন্য স্বাদের অনুষ্ঠান হৈমন্তীর
- উত্তম মঞ্চে অপরাজেয় অপরাজিতা….।
- দীক্ষামঞ্জরীর রূপং দেহি, জয়ং দেহি ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে , দুর্গার রূপে ডোনা গাঙ্গুলি….।
- টলি স্টার অ্যাওয়ার্ডের পোস্টার লঞ্চে তারার হাট….।
- দূর অজানায় – এবার পুজোয় অন্তরা চৌধুরীর ট্র্যাভেল সঙ মুক্তি পেল, প্রথমবার একসাথে কাজ করলেন সলিল-সুধীন এর উত্তরসূরিরা….।
More from InternationalMore posts in International »
- শেঠ বংশীধর জালান স্মৃতি মন্দিরে ধুমধামপূর্ণ দেব দীপাবলি উদযাপন ও গঙ্গা আরতি অনুষ্ঠিত হল হাওড়া ঘাটে….।
- বিশ্বজয়ী ‘দুয়ার ভাঙা’ মেয়েদের দেখে অনেক অভিভাবকই সাহস করে নিজের মেয়েটিকে নিয়ে এ বার ক্রিকেট কোচিং ক্যাম্পে ভিড় জমাবেন….।
- 49th International Kolkata Book Fair 2025।। 3 November 2025….
- দক্ষিণ আফ্রিকা কে পরাজিত করে বিশ্বজয়ী ভারতীয় মহিলা ক্রিকেট দল…।
- বাঁকুড়ার ছাতনায় বড়ু চণ্ডীদাসের সামন্তভূমে জগদ্ধাত্রী পূজার আয়োজন….।
- শ্যাম সুন্দর কোং জুয়েলার্স উপস্থাপন করছে উৎসব এর মরসুমের এক সুন্দর পরিসমাপ্তি…..।














Be First to Comment