নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ৬ ডিসেম্বর, ২০২৪। *স্টপ ডোমেস্টিক ভায়োলেন্স .* অর্থাৎ পরিবারের মহিলা পুরুষ, এমনকি শিশুদের উপর হওয়া অত্যাচারের বিরুদ্ধে সচেতনতা বেড়ে উঠুক এমনটাই পদক্ষেপ নিল দাভা ইন্ডিয়া । “স্টপ ডোমেস্টিক ভায়োলেন্স” কর্মসূচির মাধ্যমে ঘোষণা হল গত ৫ ডিসেম্বর বৃহস্পতিবার কলকাতা প্রেস ক্লাবে।
সকলের নাগালের মধ্যে এবং সাশ্রয়ী মূল্যে উচ্চ-মানের জেনেরিক ওষুধ আনার জন্য নিবেদিত, দাভা ইন্ডিয়া। যার সদর দপ্তর গুজরাটের সুরাটে অবস্থিত। জোটা হেলথকেয়ার লিমিটেডের গ্রুপ কর্ণধার ডাঃ সুজিত পালের প্রচেষ্টায় ১২০০+ লোকেশন এবং ১.২ কোটিরও বেশি খুশি গ্রাহকের সাথে দাভা ইন্ডিয়া দ্রুত ভারত জুড়ে ছড়িয়ে পড়েছে । ওষুধ ব্যবসার পাশাপাশি ” দাভা ইন্ডিয়া” পারিবারিক সহিংসতা” মোকাবিলায় দৃষ্টান্ত মূলক উদ্যোগ নিল।
Be First to Comment