Press "Enter" to skip to content

ওয়েস্ট বেঙ্গল মাইনোরিটি ইউনাইটেড কাউন্সিল সি এ এ মানবে না………

Spread the love

সুজিৎ চট্টোপাধ্যায়: কলকাতা, ২৫শে জানুয়ারি ২০২০ বৃহস্পতিবার কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হলেন ওয়েষ্ট বেঙ্গল মাইনোরিটি ইউনাইটেড কাউন্সিল এর নেতৃৃবৃন্দ ।ছিলেন হিন্দু, মুসলিম ও শিখ সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সংগঠনের সভাপতি খালিদ এবাদুল্লা জানান, হিন্দু মুসলিম বিভাজন করে কেন্দ্রের বি জে পি সরকার কৌশলে নিজেদের ভোট ব্যাংক নিশ্চিত করার এক মারণ খেলাতে মেতেছে। কিন্তু এরা রবীন্দ্রনাথের কথা বিবিধের মাঝে দেখো মিলন মহান এর মানে বোঝেনি। তাই তাদের ব্যর্থ শাসন থেকে চোখ ঘোরাতে নোটবন্দী কাশ্মীরে ৩৭০ ধারা এবং সিএএ এনআরসি, আর এনপিআর নিয়ে মানুষের মনে ভীতি সঞ্চয় করিয়ে নিজস্ব ভোট ব্যাংক কে নিরাপদ করতে চাইছে। কিন্তু আগুন নিয়ে খেলার ফল কি হতে পারে এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। দেশ জুড়ে মানুষের ক্ষোভ দাবানলের মত ছড়িয়ে পড়ছে। পশ্চিমবঙ্গে মানুষের প্রতিরোধের তীব্রতা দিন দিন বেড়ে চলেছে ।রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ তিনি পাঞ্জাব কেরালা রাজ্যের মতো এই রাজ্যের বিধানসভায় সিএএ বিরোধী প্রস্তাব পাশ করতে চলেছেন।
তীব্র ক্ষোভ প্রকাশ করে সংগঠনের সম্পাদক সাব্বির আলি ওয়ার্সি বলেন, যুগ যুগের সাম্প্রদায়িক সম্প্রীতির ভূমি এই দেশ। আর এস এসের মদতে বি জে পি দেশের জনগণের ওপর কুশাসনের যে বুলডোজার চালাচ্ছে তার উচিত জবাব দেশের জনগন দিতে শুরু করেছে।

এই সংগ্রাম দেশের দ্বিতীয় স্বাধীনতার সংগ্রাম। কোনও রাজনৈতিক দলের পতাকার নীচে নয়, মানুষ জড়ো হচ্ছেন দেশের তিরঙ্গা ঝান্ডা নিয়ে। সবদেশে ছাত্র সম্প্রদায় আর দেশের মেয়েরা যখনই পথে নেমেছে স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে তখনই সেই শাসকের পতন ঘটেছে। এখানেও সেই সংগ্রাম শুরু হয়েছে। বক্তব্য রাখেন শীর্ষ আদালতের আইনজীবী প্রদীপ মজুমদার । তিনি বলেন,দেশের সব সম্প্রদায়ের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে ব্রিটিশের বিরুদ্ধে লড়ে কষ্টার্জিত স্বাধীনতা আদায় করেছে। সেই সংহতি সাম্প্রদায়িক বি জে পি বা আর এস এস ভাঙতে পারবে না। জনরোষে পুড়ে ছারখার হলে হবে। শিখ সম্প্রদায়ের পক্ষে প্রবীণ প্রতিনিধি সুখবিন্দর সিং বলেন, দেশের স্বাধীনতার লড়াইতে ভগৎ সিং এর আত্ম বলিদান এর যোগ্য সম্মান তিনি পাননি। এখন ধর্মে ধর্মে বিভেদ ঘটিয়ে
কিছু মানুষ নিজেদের জমিদারি চালাতে চায় এইদেশে। আমরা শিখরা নিজেদের অস্তিত্ব রক্ষা করতে জানি। হিন্দু মুসলিম শিখ ইসাই এর ঐক্য কেউ ভাঙতে পারবে না।
এই সংগঠন ধারাবাহিক ভাবে কেন্দ্রের এই জনবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র আন্দোলন সংগঠিত করবে ।

More from GeneralMore posts in General »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.