অশোক ব্যানার্জী —
ক্লান্ত শরীরে কাজ করে ওরা
গ্রামে গঞ্জের মাঠে
শহরে নগরে কাজ করে ওরা
কাজ করে পথে ঘাটে।
কলে কারখানায় কাজ করে ওরা
কাজ করে প্রাণপনে,
অতন্দ্র প্রহরী সীমান্তে ওরা
নিষ্ঠায় চনমনে!
ওরা কর্মঠ, ওরা নির্ভীক,
ওরা হুশিয়ার, ওরা সৈনিক,
পৃথিবীর ওরা মহানাগরিক,
ওরা সমষ্টি, ওরা যে পথিক,
এগিয়ে চলাই কাজ ;
ছোট বড় কাজে ভেদাভেদ নেই
নেই দ্বিধা নেই লাজ !
হটেনিত পিছু কোনো কাজে ওরা
প্রয়োজন যার এ ভূবন জোড়া।
ক্রমে ক্রমে ওরা বিরাট সংখ্যা
তবু অবহেলা, তবুও শঙ্কা,
মর্যাদাহীন
ওরা চিরদিন !
পৃথিবীর কিছু প্রান্তে ওরা
আজও কাজ ক’রে আজও দিশাহারা!
আজও দারিদ্র ওদের দুয়ারে
নিষ্ঠুর খেলা করে !
তবুও যে ওরা কাজ করে চলে
বহু যুগ ধরে, ইতিহাসই বলে।
কোনো দিনও কি ওদের সূর্য
বাজাবে তুর্য ওদের আকাশে উঠে ?
ভোরের আলোতে ঘামে ভেজা মুখে
আবার উঠবে ফুটে
সারল্যতার হাসি ?
সেই দিনই হবে আসল সাম্য
যেদিন বাজবে বাঁশি !
Be First to Comment