অ্যান্টি ওবেসিটি ডে —
বাবলু ভট্টাচার্য : মানব শরীরের অতিরিক্ত ওজন বর্তমান বিশ্বে অন্যতম সমস্যা হিসাবে দেখা দিয়েছে৷ এই পরিপ্রেক্ষিতেই আজ ২৬ নভেম্বর অ্যান্টি ওবেসিটি ডে পালিত হচ্ছে বিশ্ব জুড়ে।

স্বাস্থ্য সম্পর্কিত আন্তর্জাতিক জার্নাল ‘ল্যানচেট’-এর রিপোর্ট অনুযায়ী বিশ্বের সর্বত্রই শিশুরা স্থুল হয়ে যাচ্ছে৷ বিগত তিন দশকে পৃথিবীর কোনো একটি দেশও স্থুলতা হ্রাসে সফল হয় নি৷ বিগত ৩৩ বছরে বিশ্বের সর্বত্র শিশু এবং কিশোর বয়সে স্থুলতা বেড়েছে ৫০ শতাংশ৷

শরীরের বাড়তি ওজন চাপ ফেলছে মননে, মহিলারা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন৷ বি এম আই-এর একটি সমীক্ষায় দেখা গিয়েছে ১১ শতাংশ পুরুষ এবং ২৩ শতাংশ মহিলা ওবেসিটি নিয়ে ডিপ্রেশনে ভোগেন।
ওবেসিটি ইদানীং একটি জ্বলন্ত সমস্যা। মোটা হয়ে যাওয়ার সমস্যায় ভুগছেন হাজার হাজার মানুষ। এই রোগের কারণে শারীরিক সমস্যার পাশাপাশি এই রোগ কিন্তু মানসিক ভাবেও প্রভাব ফেলছে।

১৯৯০ সালের একটি সমীক্ষায় দেখা গিয়েছিল ব্রিটেনের বহু মানুষ ওবেসিটির জন্য অ্যান্টি-ডিপ্রেশন ট্যাবলেট খেয়ে থাকেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে প্রতি বছর কমপক্ষে ২৮ লক্ষ মানুষ স্থুলতার কারণে মারা যায়।

Be First to Comment