———————–ভালবাসা——————–
অর্জুন চক্রবর্তী: কবি, অভিনেতা ও সংগীত শিল্পী।
এক চিলতে ভালবাসা রাখা আছে।
ভোর হওয়ার আগেই কুড়িয়ে নিও।
সূর্যের উত্তাপ শুষে নেবে সব আকুতি।
এক আঁজলা অভিমান, থেকে থেকে উপছে পড়ে।
চোখে লাজ লজ্জা নেই, আছে অশ্রু।
আমার দুঃখে চাঁদ হেলে পড়ে পাহাড় কোলে।
মনমরা প্যাঁচার পলক পড়েনা।
গঙ্গা ফড়িং নির্বিঘ্নে পার হয় ঘাস মরুভূমি।
পাখিছানা অবাক হয়ে দ্যাখে মৃত্যু বহা মাকে।
এস দুজনে মাখি সেই কুড়িয়ে পাওয়া ভালবাসা।
একটু মলিন হই, হই কিছুটা শুদ্ধ।
কেঁদে হার মানাই সমুদ্র কে।
বোধ বুদ্ধি ছুড়ি সর্বক্ষণ হাসা চাঁদনীর দিকে।
এসো নির্বিচারে ভরে দি চুমুতে একে অপরের দেহ।
আমার গানের পরেই, ভোরের আগেই চলে যেও।
কুড়িয়ে নিয়ে যেও ভালবাসা।
নইলে উত্তাপ শুষে নেবে সব আকুতি।
Be First to Comment