**সাত সমুদ্র অভিনন্দন সাঁতার-কন্যা সায়নী।**
অধ্যাপক ডঃ গৌরাঙ্গদেব বর্মা : ৩০ এপ্রিল ২০২২। এশিয়ার প্রথম মহিলা সাঁতারু যিনি আমেরিকার মলোকাই চ্যানেল জয় করে রেকর্ড গড়লেন। সমুদ্রজয়ে সায়নী দাস এত আরও একটি মুকুট যুক্ত হল। ২০১৭-তে ইংলিশ চ্যানেল, ২০১৮-তে রটনেস্ট চ্যানেল, ২০১৯-এ ক্যাটলিনা চ্যানেল ও ২০২২-এর ২৯ এপ্রিল সকালে জয় করলেন দুর্গম চ্যানেল মলোকাই।
বর্ধমানের কালনার বারুইপুরের বাসিন্দা সায়নী ইতিহাসে স্নাতকোত্তর শ্রেণিতে পড়ে। বাবা রাধেশ্যাম দাস তাঁর সাঁতার-প্রশিক্ষক। কোভিড মহামারীর জন্য মলোকাইয়ে জলে নামার অনুমতি পেতে দু-বছর সময় লাগল। আজ তাঁর জয়ে বিশ্বের ক্রীড়াপ্রেমী অসংখ্য মানুষ অভিনন্দন জানাচ্ছেন। দেশের গর্ব সায়নীর কৃতিত্বে বাংলা তথা ভারতের নাম পৃথিবীর সাঁতার-মানচিত্রে আরও দ্যুতিময় হয়ে উঠল।
এই লেখার সাথে পোস্ট করা ছবিগুলির মধ্যে একটি তাঁর শৈশবের, পারিবারিক সূত্রে পাওয়া। আমার সঙ্গে একটি ছবি কলকাতার একটি সরকারি অনুষ্ঠানে তোলা। সাঁতারুর পোশাকে তোলা ছবি-দুটি মলোকাইয়ে সমুদ্রে নামার আগে ও পেরোনোর পরে।
Be First to Comment