Press "Enter" to skip to content

এলাকাবাসীদের কাছে ‘আপনজন’ হয়ে উঠছেন মঙ্গলকোট থানার আইসি..।

Spread the love

মোল্লা জসিমউদ্দিন : ১৪ নভেম্বর ২০২১।  সবেমাত্র আটমাস এসেছেন পূর্ব বর্ধমান জেলার  মঙ্গলকোট আইসির দায়িত্বে। আর তাতেই সাধারণ এলাকাবাসীদের কাছে ক্রমশ ‘আপনজন’ হয়ে উঠছেন মঙ্গলকোট থানার আইসি পিন্টু মুখার্জি।  কি এমন করেছেন কিংবা করছেন যাতে এলাকাবাসীদের কাছে অত্যন্ত প্রিয়জন হয়ে উঠছেন তিনি? এই প্রশ্ন উঠা টা স্বাভাবিকই। বিগত আটমাসের মধ্যে এই ‘পরোপকারী’  পুলিশ  অফিসারের বেশ কিছু জনস্বার্থ কর্মসূচি গোটা মঙ্গলকোট জুড়ে ব্যাপক  প্রভাব ফেলেছে। ঘটনা এক, সাম্প্রতিক সময়কালে প্রাকৃতিক দুর্যোগ ইয়াসের ঠিক আগে পাঁচশোর বেশি ভিক্ষুকদের বাড়িতে বাড়িতে প্রায়  ২০রকম খাদ্যসামগ্রী নিয়ে  পৌঁছে গেছেন আইসি সাহেব। যা করোনা আবহে অত্যন্ত অভাবে থাকা ভিক্ষুকদের পরিবারের কাছে ‘মেঘ না চাইতেই জলে’র সমান। ঘটনা দুই, মঙ্গলকোটের বিভিন্ন প্রান্তে পথকুকুরদের জন্য আহারের আয়োজন করা, তাও পশু বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে। নিজ হাতে বিভিন্ন সড়কমোড়ে খাবার পরিবেশন করেছেন আইসি সাহেব ।ঘটনা তিন, সাম্প্রতিক কালিপুজোয় পুলিশের নিজস্ব ভেরিফিকেশনে দু হাজারের বেশি গরীব পরিবারদের কম্বল সহ শাড়ি দেওয়া।যা গুণগত মানে মধ্যবিত্ত পরিবারের ব্যবহার যোগ্য। ঘটনা চার, মঙ্গলকোট থানা ভবনের আমূল-পরিবর্তন ঘটানো।সেইসাথে পুলিশের বিভিন্ন বিভাগ গুলি স্বতন্ত্রভাবে এলাকাবাসীদের কাছে পৌঁছে দেওয়া। ঘটনা পাঁচ, স্থানীয় অপরাধ দমনে পুলিশের পিসি পার্টি তৈরি করা। যা মফস্বল থানা গুলিতে নেই বললেই চলে। চুরি ছিনতাই ঘটলে তা অত্যন্ত দ্রুত তদন্ত করার পাশাপাশি বিশেষভাবে নজরদারি চালানো গোটা এলাকাজুড়ে। সেইসাথে কোন এলাকাবাসী অভাব অভিযোগ জানাতে এলে থানায় আইসি সাহেব সংশ্লিষ্ট ব্যক্তির অভিযোগ নিস্পত্তি ঘটাতে বরাবরই তৎপরতা দেখান। এই পুলিশ অফিসার এর আগে যেসব থানা গুলিতে দায়িত্বে ছিলেন সেইসব থানায় বিশেষত কোকওভেন, দুর্গাপুর,অন্ডাল,গলসি, রঘুনাথগঞ্জ,সাগরদিঘি থানাতেও এইরকম কর্মকান্ডের ছাপ ফেলেছেন বলে পুলিশ সুত্রে প্রকাশ । এমনকি তাঁর নেতৃত্বে রাজ্যের মডেল থানা হিসাবে স্বীকৃতি পেয়েছে বেশকিছু থানা।গত আটমাস আগে মঙ্গলকোট থানার ভগ্নপ্রায় ভবন আমূল সংস্কার করা  থেকে বেশিরভাগই এলাকাবাসীদের কাছে  পুলিশ শব্দটি আতঙ্কের কারণ ছিল।তা বর্তমানে নেই বললেই চলে। তবুও মাত্র আট মাস সময়কালে  শাসক দলের দুটি বড় রাজনৈতিক খুনের ঘটনা ঘটেছে। যার মধ্যে একটির তদন্তে সিআইডি রয়েছে। তবে সামগ্রিক বিচারে এলাকাবাসীদের কাছে ক্রমশ ‘আপনজন’ হয়ে উঠছেন মঙ্গলকোট আইসি পিন্টু মুখার্জি। 

 

More from GeneralMore posts in General »
More from SocialMore posts in Social »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.