Press "Enter" to skip to content

এবার দুর্গা পুজোয় রূপঙ্কর এর ট্রাভেল সঙ…….

Spread the love

গোপাল দেবনাথ : কলকাতা, ২২, সেপ্টেম্বর, ২০২০। দীর্ঘদিন লকডাউনের পর এখন আনলকের চতুর্থ পর্ব শুরু হয়েছে। করোনা কালের ছয়মাস হয়ে গেছে, ধীরে ধীরে ছন্দে ফিরছে আমাদের প্রিয় শহর। এরই মধ্যে আমাদের বহু প্রতীক্ষিত দুর্গা পুজো আসছে। পুজোর আগে পুজোর জন্য নতুন বাংলা গান গাইলেন রূপঙ্কর।তবে এবার পুজোয় নতুন চমক ট্রাভেল সঙ রেকর্ড করলেন শিল্পী। লকডাউন থেকে আনলক মানুষ ভীষণ ভাবে ঘরবন্দি। তাই সেই অবস্থা থেকে মুক্তির গান “চলো হারাই”, একটা ট্রাভেল সঙ।গানে গানে ঘুরে আসতে কোনো বাধা তো নেই! এই গানটি দ্যা ড্রিমার্স মিউজিক পি .আর এজেন্সি’র প্রথম পুজোর গান। এই সুন্দর গানটির কথা লিখেছেন সংস্থার কর্ণধার সুদীপ্ত চন্দ নিজেই। এই প্রথম বার গান লেখা তাঁর। সুর করেছেন অরুণাভ চট্টোপাধ্যায়। কিছুদিন আগে অনুষ্ঠিত হওয়া “দ্যা মিউজিক ম্যান” প্রতিযোগিতায় অরুণাভ প্রথম স্থান অধিকার করেন। ভবিষ্যতের সুরকার নির্বাচনের এই উদ্যোগে সামিল ছিলেন রূপঙ্কর সহ অন্তরা চৌধুরী, সঞ্জয় চৌধুরী, সৌম্য দাশগুপ্ত, সিধু, নিখিল কামাত, পন্ডিত প্রদ্যুৎ মুখোপাধ্যায়, ইন্দ্রজিৎ দে প্রমুখ। এই অনলাইন কনটেস্টে আসা সকল প্রতিযোগীদের মধ্যে প্রথম পাঁচে যায়গা করে নেন অরুণাভ চট্টোপাধ্যায়, কৌস্তভ রায়, রিক বিশ্বাস, কৌস্তভ চট্টোপাধ্যায়, মাধুর্য মুখোপাধ্যায়, নীলাজ্ঞন সাহা। রূপঙ্কর এর কথায়,” অনেকদিন পর একটা অন্য রকমের গান গাইলাম।গানটা শুনতে শুনতে মনে মনে ঘুরতে বেড়িয়ে পড়া যায়। খুব সুন্দর গান হয়েছে। সুদীপ্তর প্রথম লেখা গান। ওঁর সঙ্গে অনেক কাজই আগে করেছি। তবে গানটা খুবই সুন্দর লিখেছেন।অরুণাভর সুরও খুব ভালো, ওঁরই মিউজিক অ্যারেজ্ঞমেন্ট।

আশা করি এই ট্রাভেল সঙটা সবার ভালো লাগবে। “সুদীপ্ত চন্দ বললেন,”এটা আমাদের প্রথম পুজোর গান। যে সকল ভ্রমণ পিপাসু মানুষ পাহাড়ে বেড়াতে ভালোবাসেন, বিশেষ করে এই গানে তারা পাহাড়ে ঘুরতে যাওয়ার আমেজ অবশ্যই পাবেন। “মিউজিক ভিডিও টির নির্দেশনায় আছেন সৌরভ ব্যানার্জি। এই গানটি আগামী ১৩ অক্টোবর আমারা মিউজিক থেকে ডিজিটালি মুক্তি পাবে।

More from GeneralMore posts in General »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.