বাবলু ভট্টাচার্য : করোনায় আক্রান্ত হয়ে কবি শঙ্খ ঘোষ মারা যাওয়ার ৮ দিনের মাথায় মৃত্যু হলো তার স্ত্রী প্রতিমা ঘোষের। তিনিও করোনা আক্রান্ত ছিলেন।
আজ (বৃহস্পতিবার, ২৯ এপ্রিল) ভোর ৫টায় তার মৃত্যু হয়। মৃত্যুর সময় প্রতিমা ঘোষের বয়স হয়েছিল ৮৯ বছর।
শঙ্খ ঘোষের মৃত্যুর পর গত কয়েকদিনে প্রতিমা ঘোষের শারীরিক অবস্থার অবনতি হয়। পরিস্থিতি এতটাই জটিল হয়ে উঠেছিল যে, তাকে বাড়ি থেকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরিস্থিতি ছিল না। ফলে শঙ্খ ঘোষের মতো বাড়িতেই তারও চিকিৎসা চলছিল।
প্রতিমা দেবীর ছোটবেলা কেটেছে জলপাইগুড়ির উকিল- পাড়ায়। আনন্দচন্দ্র কলেজে পড়াশোনা করেছেন। এরপর পড়তে আসেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে। বিদ্যাসাগর কলেজ ফর উইমেনের অধ্যাপক ছিলেন তিনি।
শঙ্খ ঘোষের সঙ্গে বিয়ে হয় ১৯৫৬ সালে। তাঁর তিনটি বইয়ের নাম– ‘আপনজন’, ‘নয় বোনের বাড়ি’ এবং ‘সেইসব কথা’।
Be First to Comment