গোপাল দেবনাথ : কলকাতা, ২৩ আগস্ট ২০২১। করোনা অতিমারীর সময়কালে যদি কেউ প্রকৃত বন্ধুর কাজ করে থাকে তা হলো টেলিভিশন। অতিমারীর ভয়ে সাধারণ মানুষ যখন সরকারি আইনে গৃহবন্দি সেই সময়ে একমাত্র আনন্দের সঙ্গী ছিল এই টেলিভিশন মাধ্যম।
এই মাধ্যমে একদিকে সাধারণ মানুষ সংবাদ দেখার সাথে সাথে বিভিন্ন সিরিয়াল ও সিনেমা দেখে মনোরঞ্জন করেছেন। এই সময়কালে যতই ওটিটি প্লাটফর্মে ওয়েব সিরিজ চলুক কিন্তু সিরিয়ালের মজা নষ্ট করতে পারেনি ওটিটি মাধ্যম।
চ্যানেল বাংলা হোক বা হিন্দি প্রতিটি চ্যানেল কতৃপক্ষ প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে কি ভাবে নতুন নতুন বিষয়বস্তু দিয়ে মানুষের মন জয় করা যায়। এই বাংলায় এমন এক নতুন চ্যানেল শুরু হয়েছে যার নাম “enterr10 বাংলা”।
এই চ্যানেলে দেখা যাবে একদম অন্য ধরনের ধারাবাহিক নাম ‘সাগর জ্যোতি’। নামের মধ্যেই লুকিয়ে আছে মিষ্টি প্রেমের গন্ধ। গল্পের ট্যাগলাইন এর মধ্যে অভিনবত্ব লুকিয়ে আছে। “স্বপ্ন দেখার অধিকার থাকে সবার” এই বাংলা ধারাবাহিকটি দেখা যাবে এন্টার১০ বাংলা চ্যানেলে প্রতি সোম থেকে রবিবার সন্ধ্যা ৮ টায়। মধ্য কলকাতার গ্রেট ইস্টার্ন হোটেলে সাংবাদিকদের সঙ্গে মিলিত হয়ে ছিলেন এই ধারাবাহিক এর সাথে যুক্ত অভিনেতা অভিনেত্রী সহ কলাকুশলীরা।
সাংবাদিকদের সাথে অভিনেতা অভিনেত্রীদের পরিচয় পর্বের মধ্যে নতুনত্ব লক্ষ্য করা গেল। এই ধারাবাহিকটির গল্পের মধ্যেই লুকিয়ে আছে পারিবারিক কূট কাঁচালি, লেডি বস, মজা হাসি ঠাট্টা, ঘাত প্রতিঘাত পারিবারিক হিংসা বিদ্বেষ সবই দেখা যাবে।
প্রযোজক ও পরিচালকের আশা এই নতুন ধারাবাহিক সকলের নজর কাড়বে। অভিনেতা অভিনেত্রীরা অভিনয় করে সকলেই খুশি হয়েছে বলে জানালেন অভিনেতা রাহুল দেব বসু, অভিনেত্রী নবনীতা ও চান্দ্রেয়ী ঘোষ। সাধারণ পরিবারের নবনীতা পারবে কি বিদেশ ফেরত ধনী পরিবারের ছেলে রাহুল এর মন জয় করতে?
না কি পরিবারের লেডি বস রাহুলের মা চান্দ্রেয়ী এর হার মানতে হবে! জানতে গেলে দেখতে হবে “সাগর জ্যোতি”। এই ধারাবাহিকে অভিনয় করেছেন আইভি, শ্রীতমা, সায়ন্তিকা, জ্যোতি সহ অন্যান্য অভিনেতা অভিনেত্রীগণ।
Be First to Comment