Press "Enter" to skip to content

এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ও পুলিশের যৌথ অভিযানে চাকদহ তে উদ্ধার হলো খুকুমণি ব্রান্ড এর নকল কারখানা…..।

Spread the love

গোপাল দেবনাথ : চাকদহ, ৩১ মার্চ ২০২৩। এই দেশ সহ এই বাংলার ঘরে ঘরে অতি সুপরিচিত নাম ৫২ বছর ধরে বিবাহিত নারীর কপালে সিঁদূর এবং পায়ে আলতা দিয়ে রাঙিয়ে সকলের হৃদয় জয় করে নেওয়া খুকুমণি ব্র্যান্ড নকল হচ্ছে বলে খবর পাওয়া গিয়েছিল। এই খবর যে কতটা সত্যি ছিল তা হতে নাতে প্রমান সহ ধরা পড়লো নদীয়া জেলার চাকদহ উত্তর লালপুরে। এনফোর্সমেন্ট ব্রাঞ্চ এবং পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে নকল আলতা ও সিঁদূর কারখানা থেকে বাজেয়াপ্ত করল বহু ধরণের সামগ্রী। এই জালিয়াতি নিয়ে পুলিশের কাছে FIR করা হয়েছে বলে জানালেন খুকুমণি ব্র্যান্ড এর ডিরেক্টর অরিত্র রায় চৌধুরী। তিনি বলেন আমরা বহুদিন ধরে খবর পাচ্ছিলাম আমাদের প্রসিদ্ধ ব্র্যান্ড নকল করে ব্যবসা চালিয়ে যাচ্ছে এক ধরণের অসাধু ব্যবসায়ী।

সিজার লিস্ট।

এই নকল ব্রান্ডের ফলে আমাদের ব্রান্ডের বদনাম হচ্ছে। আমরা প্রশাসন ও পুলিশের সহায়তায় নকল আলতা সিঁদূর কোম্পানি কে ধরতে সক্ষম হয়েছি। এই যৌথ অভিযানে বহু নকল আলতা সিঁদূর এর প্যাকেট লেবেল সহ কেমিক্যাল উদ্ধার হয়েছে যার বাজারদর প্রায় লক্ষাধিক টাকা। এইসব উদ্ধার হওয়া জিনিসের মধ্যে ছিল ২৮৫৬ টি নকল খুকুমণি ১০০মিলি প্যাকেট, ১২৩২ পিস নকল খুকুমণি আলতা, ৮৭০৫ টি খুকুমণি ১০০মিলি রেপার সহ বহু কিছু।

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *