গোপাল দেবনাথ : আসানসোল, ১, সেপ্টেম্বর, ২০২০। করোনা মহামারীর মধ্যেই আনলক -৪ এ জনসাধারণের জন্য অনেক কিছুই আজ থেকে খুলে দেওয়া হল। কতকাল আর জীবন ও জীবিকা অচল থাকা সম্ভব! ইতিমধ্যে দেশের জি ডি পি তলানিতে চলে এসেছে। গতকাল আমাদের দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে সাত দিনের রাষ্ট্রীয় শোক চলছে। বেশ কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচনের ঢাকে কাঠি পড়ে গেছে। করোনার কারণে আমাদের রাজ্যেও পুরসভা নির্বাচনের আয়োজন করা সম্ভবপর হয় নি। আগামী বছর আমাদের রাজ্যে বিধানসভার নির্বাচন হবে বলে এখনও স্থির হয়ে আছে। বর্তমানে মা মাটি মানুষের সরকার তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আগামী নির্বাচনে তৃতীয় বারের নির্বাচনে জয়ী হওয়ার জন্য, নির্বাচন বিশেষজ্ঞ এবং তৃণমূল কংগ্রেরসের রাজনৈতিক উপদেষ্টা শ্রী প্রশান্ত কিশোরের হাতে দায়িত্বভার ন্যস্ত করেছেন। এর প্রধান কারণ তৃণমূল কংগ্রেস রাজ্যে প্রচুর পরিমানে উন্নয়ন মূলক কাজ করা সত্ত্বেও গত লোকসভা নির্বাচনে বহু পরিমান আসন ভারতীয় জনতা পার্টি দখল করে নেয়। প্রশান্ত কিশোর এবং তার টিম P.K.(IPAC) এর প্রধান কাজ রাজ্যে ভালো ও সৎ তৃণমূলকর্মী এবং সংগঠকদের খুঁজে বার করা। এ ছাড়াও যে সকল সৎ তৃণমূলকর্মী সক্রিয় থেকে নিষ্ক্রিয় হয়ে গেছেন তাদের পুনরায় দায়িত্বে নিয়ে এসে তৃণমূল কংগ্রেসকে চাঙ্গা করা। এই সব কিছুই হচ্ছে তৃনমূল কংগ্রেসের সুপ্রিমো এবং রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। আজ সেই রকমই এক অনুষ্ঠানের সাক্ষী রইলাম অল ইন্ডিয়া হিউম্যান রাইটস এর সর্বভারতীয় চেয়ারম্যান এবং বিশিষ্ট সমাজসেবী শ্রী বুম্বা মুখার্জী আসানসোলে তৃণমূল কংগ্রেসের প্রধান কার্যালয় ঊষাগ্রামে অগ্নিকন্যা ভবনে এক হাজার সমর্থক ও অনুগামী সহ সক্রিয় ভাবে যোগদান করলেন। দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশে অল ইন্ডিয়া হিউম্যান রাইটস এর চেয়ারম্যান তথা বিশিষ্ট সমাজসেবী শ্রী বুম্বা মুখার্জী কে সন্মান জানাতে ফুল ও দলীয় পতাকা তুলে দিলেন আসানসোলের মেয়র তথা পশ্চিম বর্ধমান তৃণমূলের সভাপতি এবং পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের বিধায়ক শ্রী জিতেন্দ্র তিওয়ারি। এই সক্রিয় যোগদান কালে এস বি গড়াই রোড থেকে ঊষাগ্রাম অগ্নিকন্যা ভবন পর্যন্ত বুম্বা মুখার্জী’র অনুগামীরা সুসজ্জিত বাইক মিছিল সহযোগে এই যোগদান অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং সকলের মুখে ছিল বুম্বা বাবুর ছবি দেওয়া মাস্ক।
শ্রী বুম্বা মুখার্জী এক সুপরিচিত নাম। শুধু শিল্পাঞ্চলেই নয় সারা ভারতবর্ষ জুড়ে তার নাম ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে। তিনি তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকেই দলের সাথে ছিলেন। কিছুদিন তিনি সক্রিয় রাজনীতি থেকে নিষ্ক্রিয় হয়ে গিয়েছিলেন। তৃণমূলের রাজনৈতিক উপদেষ্টা শ্রী প্রশান্ত কিশোর তার সামাজিক কাজ কর্ম দেখে অনুপ্রাণিত হয়ে মুখ্যমন্ত্রীর কাছে তার নাম প্রস্তাব করেন এবং ওনাকে নির্বাচন করেন। আসানসোলের মেয়র শ্রী জিতেন্দ্র তিওয়ারি তাঁকে আবার নতুন করে দলের কাজে ফিরিয়ে আনতেই ছোট্টো সন্মান সমারোহ অনুষ্ঠানের আয়োজন বলে জানালেন। বুম্বা মুখার্জী জানালেন তার প্রিয় দিদি এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর উন্নয়নের ধারাকে তরান্বিত করতেই আজকের এই যোগদান। আর তা ছাড়া দিদি’র রাজ্যজুড়ে উন্নয়নের সাথে ছিলাম আছি এবং থাকবো। এই সংক্ষিপ্ত অনুষ্ঠানে তৃণমূল নেতা ও আসানসোলের মেয়র শ্রী জিতেন্দ্র তিওয়ারি র ভূয়সী প্রশংসা করেন শ্রী বুম্বা মুখার্জী।
Be First to Comment