আসছে আমের দিন
—————————–
অশোক ব্যানার্জী ::–
আসছে আমের দিন
নানান স্বাদের আম
ভাবছি যত মনটা হচ্ছে
আহ্লাদে আটখান।
বোম্বাই, ল্যাংড়া, হিমসাগরে
মন মজেছে তাই
ভাবলে আসে জিভেতে জল
না খেলে পস্তাই ।
এক কথাতে বলতে পারি
আমের তো নেই জুড়ি
আমের স্বাদে সবাই মজে
বাচ্চা, বুড়ো, বুড়ি !
নবাবী আম দেখেছো কি ?
বলছি একে একে
মির্জাপসনদ্, জাহান্নারা
আম দেখেছো চেখে ?
সাহুপসনদ্, স্যারেঙা,
চম্পা, তোতা, আর
দিলসাধ, সব আম খেলে
বুঝতে মজা তার ।
এসব আম তো পাচ্ছ না আর
পাচ্ছ যে সব তাই নিয়েই
বছর বছর সন্তুষ্ট
থাকবে সেসব আম খেয়েই ।
সে সবও নয় মন্দ কিছু
সে আম খেলেও মন মাতে
গ্রীষ্ম কালে আম দুধ ভাত
খেতেই পারো রোজ রাতে ।
Be First to Comment