::— আজ বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস ::—
অশোক ব্যানার্জী : কলকাতা।
মা-ঠান,ও মা-ঠান আমি একজন
বারো বছরের ছেলে
ভালো নাম প্রভাত,
কাজে রাখবে আমায় পেলে ?
বাবা অসুস্থ, মা বাড়িতে বাড়িতে
কাজ করে বেড়ায়
যা মাইনে পায়
আমাদের সবার
কোনো রকমে চলে যায় ।
ছোট বোনটার মাত্র
তিন বছর বয়স
নান রকম বায়নাক্কা !
এটাই কি শেষ ?
মা-ঠান তুমিই বলো না
একে কি চলে যাওয়া বলে ?
যে কোন একটা কাজ দাওনা
বাবুকে বলে।
মাইনে? যা দেবে
তাতেই সই ,
বলো দেখি
আর কি কই ?
চার চারটে তো পেট
চলে যাবে
কোনো মতে
দু’বেলা দু ‘মুঠো
পাবো তো খেতে !
অশোক ব্যানার্জী
Be First to Comment