গোপাল দেবনাথ : ১৬ অক্টোবর ২০২১। শরতের মহাপূজা বলতেই আমাদের মনে পড়ে যায় শারদ উৎসবের কথা অর্থাৎ দুর্গা মায়ের আগমন বার্তা। দুর্গা মায়ের বাপের বাড়ি আসার খবরের সাথে সাথে আমাদের সকলের মনে আনন্দ আর উৎসবের ছোঁয়া লাগে। আর এই উৎসবে অঙ্গ হিসাবেই কলকাতার জনপ্রিয় প্রচার সংস্থা লাইমলাইট এবং বাংলার রাজনৈতিক পত্রিকার আয়োজনে এবং খবরের স্পন্দন পত্রিকার বিশেষ সহযোগিতায় ‘উৎসব শিরোপা” এবং “উৎসব সুন্দরী” পুরস্কার প্রদান করা হলো এই রাজ্যের প্রাণ কেন্দ্র দক্ষিণ কলকাতার সুরুচি সংঘ, মিলন সংঘ, ভবানীপুর দুর্গোৎসব কমিটি, দূর্বার মহিলা দুর্গোৎসব কমিটি, দি রেফিউজ, বেলঘড়িয়ার মানসবাগ, বরানগর লোল্যান্ড দুর্গোৎসব কমিটি সহ হুগলি জেলার ধনেখালির বেশ কয়েকটি জনপ্রিয় পূজামণ্ডপ এই “উৎসব শিরোপা সম্মানে” ভূষিত করা হলো।
ধনেখালির মুকুন্দপুর ভাতৃসংঘ, কানানদী ব্যবসায়ী সমিতি, খড়ুয়া দুর্গোৎসব কমিটি, রোহিয়া নবীন সংঘ ,নালিকুল শিমুলতলা আগমনী সংঘ “উৎসব শিরোপা” পুরস্কার এ ভূষিত হলো। সেরার সেরা হয়েছে ধনেখালির নিউ বাস স্ট্যান্ড ব্যবসায়ী সমিতি। পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক রোহিন ব্যানার্জি, প্রযোজক শুভাশিস সাহা, সংগীতশিল্পী ও অভিনেত্রী শীর্ষ রক্ষিত, অভিনেত্রী অর্পিতা পlল ,শিশুশিল্পী তর্পণ হাজরা , সংগীতশিল্পী কমলিকা ভট্টাচার্য এবং সাংবাদিক শংকর দত্ত , সাংবাদিক নওশাদ মল্লিক ও প্রচার সচিব দেবব্রত রায় চৌধুরী সহ বিশিষ্টজনেরা।এছাড়া “মোমাফ স্টাইল জোন উৎসব সুন্দরী” পুরস্কৃত পূজামণ্ডপ গুলিতে প্রদান করেন বিচারকেরা।
Be First to Comment