Press "Enter" to skip to content

এই প্রথম এনএইচ হাওড়ায় চালু হচ্ছে অ্যাডভান্স কেয়ার–সহ পেডিয়াট্রিক আইসিইউ……।

Spread the love

গুরুতর অসুস্থ শিশুর অভিভাবকেরা এবার বাড়ির কাছেই পাবেন বিশ্বমানের পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ারে চিকিৎসার সুবিধা

জয়দেব দেবনাথ : ১, ফেব্রুয়ারি, ২০২১, কলকাতা: হাওড়া এবং তার লাগোয়া হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের মতো জেলার মানুষদের জন্য সুখবর। গুরুতর অসুস্থ শিশুদের নিয়ে আর অভিভাবকদের দূর–দূরান্তরে ছোটাছুটি করতে হবে না। এইএইচ হাওড়া তাদের শিশু–চিকিৎসা বিভাগকে আরও অত্যাধুনিক করে তুলেছে। ১৯ জানুয়ারি সেখানে চালু হল দেশীয় প্রযুক্তিতে তৈরি পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার। ২০ শয্যার এই পেডিয়াট্রিক আইসিইউ চিকিৎসা উৎকর্ষের এক দৃষ্টান্ত হয়ে উঠবে। এখানে শিশুদের জটিল অসুস্থতার চিকিৎসার পাশাপাশি থাকবে কার্ডিয়াক সায়েন্স, নিউরোসায়েন্স, হেমাটোলজি, ক্যান্সার চিকিৎসা, নেফ্রোলজি, ইউরোলজি, অর্থোপেডিক্স এবং এই ধরনের জরুরি পরিষেবা।

নারায়ণ সুপারস্পেশালিটি হাসপাতালের কনসালট্যান্ট পেডিয়াট্রিক ইনটেনসিভিস্ট ডাঃ শুভদীপ দাস জানালেন, ‘এই নতুন ইউনিট সব ধরনের অতি–জরুরি চিকিৎসা পরিষেবা দেবে। সেই সঙ্গে থাকবে তদারকির সুবিধাও। এখানে থাকছে অত্যাধুনিক মেডিক্যাল ভেন্টিলেটর, নন–ইনভেসিভ ভেন্টিলেটর, হাই ফ্লো মেশিন, বেড়ে–যাওয়া রক্তচাপে নজরদারি, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে চাপে নজরদারি। ইউএসজি, ইকোকার্ডিওগ্রাফি, ডায়ালিসিসের সুবিধার পাশাপাশি একমো (এক্সট্রাকর্পোরিয়াল মেমব্রেন অক্সিজেনেশন) যন্ত্রের সুবিধার ব্যবস্থাও হচ্ছে। এই একমো সবচেয়ে অধুনিক লাইফ সাপোর্ট সিস্টেম। অন্যান্য নানা বিভাগের পাশাপাশি পেডিয়াট্রিক কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি, পেডিয়াট্রিক সার্জারি, নিউরোলজি, নিউরোসার্জারি, অঙ্কোলজি, রেসপিরেটরি মেডিসিন ইত্যাদি বিভাগের সুপার স্পেশালিটি পরিষেবা পাওয়া যাবে ২৪ ঘণ্টাই।

এনএসএইচ হাওড়ার পেডিয়াট্রিক ও অ্যাডাল্ট কার্ডিয়াক সার্জারির সিনিয়র কনসালট্যান্ট ডাঃ দেবাশিস দাস পিআইসিইউ গড়ে তোলা সম্পর্কে জানালেন, ‘শিশুদের হার্টের সমস্যা এবং অস্থিমজ্জা প্রতিস্থাপনে এই হাসপাতালের উৎকর্ষের কথা সবার জানা। সেই সঙ্গে হার্টের জন্মগত ত্রুটির সার্জারিতে এটি পূর্ব ভারতে সবচেয়ে বড় হাসপাতাল। এই নতুন উদ্যোগ সাধারণ জরুরি পরিষেবার পাশাপাশি শিশুদের চিকিৎসায় নতুন দিগন্ত এনে দেবে।’

এনএসএইচ হাওড়ার পেডিয়াট্রিক কার্ডিওলজির সিনিয়র কনসালট্যান্ট ডাঃ অমিতাভ চট্টোপাধ্যায় জানালেন, ‘পিআইসিইউ চালু করতে পেরে আমরা খুব খুশি। এই দুঃসময়ে, যখন সব দিক থেকেই আরও যত্ন ও সতর্কতা নেওয়া প্রয়োজন, আমাদের চিকিৎসক দল এবং বিশেষভাবে প্রশিক্ষিত চিকিৎসাকর্মীর দল শিশুদের সবচেয়ে ভাল যত্ন নেবে।’

নারায়ণ হেল্থ, হাওড়ার ক্লিনিক্যাল ডিরেক্টর ডাঃ সুমন মল্লিক জানালেন, ‘অ্যাডভান্স কেয়ার সিস্টেম আছে, এমন সুপারস্পেশালিটি হাসপাতালের মধ্যে আমরা ইতিমধ্যেই প্রথম সারিতে। শিশুদের যেহেতু আরও বেশি যত্ন প্রয়োজন, তাই এই সম্প্রসারণ সাধারণ মানুষের মধ্যে আরও আস্থা এনে দেবে। এছাড়া জরুরি বিভাগে শিশুদের চিকিৎসার প্রশ্নে আমরা শুধু রোগীদের সঙ্গেই নয়, তার বাবা–মা ও অভিভাবকদের সঙ্গেও আস্থার সম্পর্ক গড়ে তুলতে চাই।’

নারায়ণ হেল্থ, হাওড়ার ফেসিলিটি ডিরেক্টর মিঃ প্রতীক জৈন জানালেন, ‘গুরুতর অসুস্থ শিশুদের জরুরিভিত্তিক চিকিৎসার জন্য একটা বিশেষ ইউনিট গড়ে তোলার ব্যাপারটা আমরা খুবই অনুভব করছিলাম। এতদিনে এই অঞ্চলে সেটি চালু করতে পেরে আমরা খুবই আনন্দিত। এখন আর অভিভাবকদের অসুস্থ শিশুদের নিয়ে সুচিকিৎসার জন্য দূরে দৌড়তে হবে না। এখানেই অষ্ট প্রহর মিলবে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা।’

নারায়ণ সুপারস্পেশালিটি হাসপাতাল, হাওড়া
এনএসএইচ হাওড়ায় নির্দিষ্ট অঙ্গ–ভিত্তিক সুসংবদ্ধ ক্যান্সার চিকিৎসার পাশাপাশি, রেডিয়েশন এবং সার্জিক্যাল অঙ্কোলজি বিভাগও আছে। এই এনএবিএইচ শংসাপত্র পাওয়া হাসপাতালে ৪৪টির বেশি বিভিন্ন রোগের চিকিৎসা পরিষেবার আয়োজন আছে। যার মধ্যে কার্ডিয়াক সায়েন্স, নিউরোসায়েন্স, গায়নকোলজি, অর্থোপেডিক্স, ইউরোলজির পাশাপাশি রয়েছে মেডিক্যাল ও সার্জিক্যাল গ্যাস্ট্রোএন্টেরোলজি। এগুলি গড়ে তোলা হয়েছে আমেরিকার এফজিআই (ফেসিলিটি গাইডলাইন ইনস্টিটিউট) মান অনুযায়ী। এছাড়াও আছে সুসংবদ্ধ ক্যান্সার চিকিৎসা ব্যবস্থা এবং যে কোনো মেডিক্যাল ইমার্জেন্সি এবং ট্রমা চিকিৎসার দিনরাতের পরিষেবা।

More from GeneralMore posts in General »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.