—————————–আমি———————–
অর্জুন চক্রবর্তী: বিশিষ্ট অভিনেতা ও সংগীতশিল্পী
অন্তরের আগ্নেয়গিরি ফুঁসে ওঠে।
গল গল করে বয়ে চলে কমলা রঙ্গা আগুন নদী।
নিমেষে ছাই হয় হরিন শিশু।
সারল্য, সাযুজ্য, স্বপ্ন, জ্বলে উঠে নিভে যায়।
অফুরন্ত গরল পাকস্থলী তে নিয়ে এগোয় কাল সর্প
ফুল, ফল, লতা, গুল্ম,চেনা যায়না! সব পুড়ে ছাই।
প্রানের শেষাংশ দুর্বল মুঠোয়, প্রশ্ন করি তাকে।
“কোথায়! কার কাছে যাবে এবার। কে সঙ্গী? কে সাক্ষী?
কেউ তো চোখে পড়ে না! থাকো এই নাশের কান্ডারী হয়ে,
একাকিত্বের জালে বন্দী তুমি! এই বেশ হয়েছে”!
আমার কথা শুনে সে থমকালো, চোখ ফেরালো এদিকে।
সে দৃষ্টি ভোলার নয়!
তলানি ঠেকা প্রাণ বায়ু যেন শেষ বিদায় জানাতে চায়!
আমি ভীত! কিন্তু একী! ও যে কাঁদে! কেন?
ঘড় ঘড়ে শব্দ, অসংলগ্ন কথা, কিন্তু স্পষ্ট।
“তুমি, তোমরা, সবাই আমায় যা দিয়েছ একটু একটু করে,
তাই তো ফিরিয়ে দিলাম! পরিমানের চিন্তা নেই, এখন পরিনামে
এত ভয়? কর্মই তো ফিরে ফিরে এসে দংশাবে বারে বারে”!
আমি স্তব্ধ !
এই প্রথম আয়নায় ‘অনেক আমি’ দেখলাম।
Be First to Comment