Press "Enter" to skip to content

এই প্রথমবার বিধান শিশু উদ্যানে কয়েক হাজার কচিকাঁচা শিশু ছাড়াই ডাঃ বিধান চন্দ্র রায়ের ১৩৮ তম জন্মবার্ষিকী পালিত হবে……..

Spread the love

গোপাল দেবনাথ: কলকাতা, আগামীকাল ১লা জুলাই ডাঃ বিধান চন্দ্র রায়ের ১৩৮ তম জন্মবার্ষিকী। জাতীয় চিকিৎসক দিবস। দেশজুড়ে প্রতি বছর এই দিনটি শ্রদ্ধার সঙ্গে পালিত হয়। জননেতা অতুল্য ঘোষ প্রতিষ্ঠিত ডাঃ বিধান চন্দ্র রায়ের নামাঙ্কিত শিশুদের স্বর্গ রাজ্য বিধান শিশু উদ্যানে প্রতি বছর মহা সমারোহে পালিত হয়ে আসছে ডাঃ রায়ের জন্মদিন। করোনা মহামারীর কারণে এই বছর সব ওলট পালট হয়ে গেছে। ডাঃ রায়ের জন্মদিন উদযাপন সম্পর্কে বিধান শিশু উদ্যানের সম্পাদক গৌতম তালুকদার আক্ষেপের সুরে জানালেন, আমরা বিধান শিশু উদ‍্যানে তিন চার দিন ধরে ড. রায়ের জন্মদিন উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের মাধ‍্যমে তাঁকে স্মরণ করে থাকি। বিধান শিশু উদ‍্যানের কয়েক হাজার সভ‍্য-সভ‍্যা তাদের অভিভাবকদের নিয়ে এই অনুষ্ঠানে অংশগ্রহন করেন। কিন্তু এবছর তা একেবারেই সম্ভব পর হচ্ছে না। তবে বাংলা তথা দেশের এই সুসন্তানকে তাঁর জন্মদিনে শ্রদ্ধা না জানিয়ে তো থাকা যায় না। তাই আগামীকাল ঠিক বিকেল চারটের সময়ে সমস্ত সরকারি বিধিনিষেধ মেনে অতি সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ‍্যমে বিধান শিশু উদ‍্যানে ডাঃ রায়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে। এই অনুষ্ঠানে আসামের কাছাড় জেলা থেকে দোহার-এর অন‍্যতম বিশিষ্ট গায়ক রাজীব দাস অংশগ্রহন করবেন। এছাড়াও রাজ‍্যের বিভিন্ন প্রান্ত থেকে এই প্রথমবার শতাধিক মানুষ ভার্চুয়াল মিডিয়ার মাধ‍্যমে এই অনুষ্ঠানে থাকবেন। ১৯৬৩ সাল থেকে নিরবিচ্ছিন্নভাবে মহাসমারোহে আমরা ড.বিধান চন্দ্র রায়ের জন্মদিন পালন করে আসছি। এবছর পরিবর্তিত পরিস্থিতিতেও অন‍্যান‍্য বছরের মতোই আমরা আন্তরিকভাবেই তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করবো। তবে একটাই আক্ষেপ! কয়েক হাজার কচিকাঁচা-যাদের নিয়ে এই বিধান শিশু উদ‍্যান, তারা কেউ এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবে না।

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.