বিশেষ প্রতিনিধি : ১২, জানুয়ারি, ২০২১। ২০২০ সালে 4.2% শতাংশের শোচনীয় পতনের পরে ২০২১ সালে বিশ্বের জিডিপি আশার আলো দেখিয়েছে। আগামী অর্থবর্ষে জিডিপি 4.6% শতাংশ পর্যন্ত বাড়বে বলে আশা করা হচ্ছে। বাজারের উত্থানের আশায় থাকা বিনিয়োগকারীদের জন্য তাই নতুন সূচনার বার্তা বহন করছে এই নববর্ষ! ২০২০ আমাদের দেখিয়ে দিয়েছে আপদকালীন তহবিল তৈরি রাখা কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে!
fixed deposit (ফিক্সড ডিপোজ়িট)-এর মতো মজবুত বিনিয়োগ মাধ্যমে সঞ্চয় আপনার ভবিষ্যৎকে নিরাপদ করে, সেই সঙ্গে আপনার স্বল্পকালীন ও দীর্ঘমেয়াদি প্রয়োজনগুলিও পূরণ করে। আজকাল বাজারে অনেক বিকল্প হাজির থাকলেও বাজাজ ফিনান্সের অনলাইন এফডি-র কথা বিবেচনা করাই বুদ্ধিমানের কাজ। বাজাজ ফিনান্সের অনলাইন এফডিতে বিনিয়োগ করে আপনি ২০২১ সালে আপনার সঞ্চয় কত রকম উপায়ে বাড়াতে পারেন তার কয়েকটি উদাহরণ দেখানো হল।
সঞ্চয়ের উপরে আকর্ষণীয় রিটার্ন
অন্যান্য ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠানের তুলনায় বাজাজ যে FD interest rates (এফডি ইন্টারেস্ট রেট) দেয়- তা অনেক বেশি আকর্ষণীয়, বিশেষ করে ২০২০ সালে রেপো রেট কর্তনের ফলে সব ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠানে সঞ্চয়ের উপরে সুদের হার অনেকটাই কমে গিয়েছে।
60 বছরের কম বয়সী বিনিয়োগকারী হিসেবে আপনি যখন অফলাইনে বাজার ফিনান্স এফডিতে বিনিয়োগ করেন তখন আপনি 6.60% পর্যন্ত সুদ পান। কিন্তু অনলাইনে এফডি করলে বাজার ফিনান্স 60 বছরের কম বয়সী নাগরিকদের অতিরিক্ত 0.10% সুদ দেয়। ফলে আপনি 6.70%-এর নিশ্চিত সুদ-সহ সঞ্চয় বাড়াতে পারেন।
সচিত্র উদাহরণ দিয়ে বোঝানোর ক্ষেত্রে ধরে নেওয়া যাক আপনি একজন 60 বছরের কম বয়সী বিনিয়োগকারী যে বাজাজ ফিনান্সের অনলাইন এফডিতে পাঁচ বছরের জন্য বিনিয়োগ করেছেন। এ’বার দেখা যাক, অন্যান্য ব্যাঙ্কের তুলনায় বাজাজের অনলাইন ফিক্সড ডিপোজ়িটে টাকা রাখলে কী ভাবে আপনার সঞ্চয় বৃদ্ধি বেশি হয়।
ফিক্সড ডিপোজ়িটের প্রকার বিনিয়োগের পরিমাণ (টাকায়)
সুদের হার (%) সুদ (টাকায়) মেয়াদ শেষে প্রাপ্য টাকা
বাজাজ ফিনান্স অনলাইন এফডি
20,00,000 6.70 7,65,999 27,65,999
ব্যাঙ্ক বাদে অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান 20,00,000 6 6,93,710 26,93,710
প্রথাগত ব্যাঙ্ক 20,00,000 4.9 5,51,442 25,51,442
বি.দ্র. উপরে দেওয়া সুদের হারের সঙ্গে কার্যক্ষেত্রে প্রদত্ত সুদের হারের ফারাক 4 বেসিস পয়েন্ট পর্যন্ত হতে পারে
এখানেই শেষ নয়। প্রবীণ নাগরিক, যাঁরা নিরাপদ পরিবেশে নিজেদের সঞ্চয় বাড়াতে চান, তাঁদের জন্য বাজাজ ফিনান্স 0.25% হারে বেশি সুদ দেয়।
পর্যায়ক্রমিক পরিশোধের সুবিধা
বাজাজ ফিনান্স লিমিটেড তার গ্রাহকদের পর্যায়ক্রমিক ভাবে টাকা ফেরত নেওয়ার সুবিধাও প্রদান করে। অবসর গ্রহণের পরে এটি আয়ের একটি নিয়মিত বিকল্প হয়ে ওঠে- যার ওপর সঙ্কটকালে আপনি নির্ভর করতে পারেন। নির্দিষ্ট মেয়াদের ভিত্তিতে আপনি এককালীন থোক টাকা বিনিয়োগ করুন। তখনই বেছে নিন কতদিন অন্তর আপনি সুদের টাকা ফেরত চান। আপনি এ ক্ষেত্রে মাসিক, ত্রৈমাসিক, বছরে দু’বার বা বার্ষিক ভিত্তিতে সুদের টাকা নিতে পারেন। এফডির মেয়াদ পূর্ণ হলে প্রাপ্য টাকা সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়বে ফলে ত্রুটি-বিচ্যূতির কোনও সম্ভাবনাই থাকে না। এমনকী বাজাজ ফিনান্সে আপনি পছন্দমতো ব্যবধানে আপনার প্রাপ্য অর্থের পরিমাণও জানতে বাজাজ ফিনান্স FD Calculator (এফডি ক্যালকুলেটর) ব্যবহার করতে পারেন। এই দুর্দান্ত পদ্ধতির মাধ্যমে আপনি কবে কত টাকা ফেরত পাবেন তার আগাম হিসেব নিশ্চিতভাবে জানতে পারবেন।
বিনিয়োগের সর্বোত্তম সুরক্ষা
2020 সালের সাধারণ উদ্বেগ হয়ে দাঁড়িয়েছিল আমাদের বিনিয়োগ কতটা নিরাপদ! এই আশঙ্কার জের নতুন বছরেও চলছে। 2021 সালে সঠিক বিনিয়োগের মাধ্যমে আপনি খানিকটা নিশ্চিন্তে ঘুরে দাঁড়াতে পারবেন। বাজাজ ফিনান্স লিমিটেড তার বিনিয়োগকারীদের সবচেয়ে বেশি সুরক্ষা দেয় কারণ তাদের ফিক্সড ডিপোজ়িট IRCA-র তরফে সর্বোত্তম MAAA স্থায়ীত্ব রেটিং ও CRISIL-এর তরফে FAAA রেটিং পেয়েছে। এই স্থায়ীত্ব রেটিংগুলির পাশাপাশি বাজাজ ফিনান্স লিমিটেডে বেওয়ারিস বিনিয়োগের সংখ্যাও শূন্য- যা তাদের সবচেয়ে নিরাপদ বিনিয়োগ মাধ্যম হিসেবে স্বীকৃতি দিয়েছে।
আপনার সুবিধে অনুযায়ী সঞ্চয় করুন
সাধারণত ফিক্সড ডিপোজ়িটগুলির বিনিয়োগের পরিমাণ, নির্দিষ্ট মেয়াদ, লক-ইন পিরিয়ড- সব বেঁধে দেওয়া থাকে। কিন্তু বাজাজ ফিনান্সের এফডির ক্ষেত্রে আপনি ইচ্ছেমতো বা প্রয়োজনমতো সেগুলি বদলাতে পারেন। আপনি Systematic Deposit Plan (সিস্টেম্যাটিক ডিপোজ়িট প্ল্যান) বা এসডিপির মাধ্যমে প্রতি মাসে ন্যূনতম 5000 টাকা বিনিয়োগ করতে পারেন বা এককালীন থোক টাকাও রাখতে পারেন যার ন্যূনতম পরিমাণ মাত্র 25,000 টাকা। এর পাশাপাশি আপনি এসডিপির মাধ্যমে বিনিয়োগের সময়ে ‘মান্থলি ম্যাচিওরিটি স্কিম’-এর বিকল্প বেছে নিলে বিনিয়োগের উপরে মাসিক রিটার্নও পেতে পারেন (আপনার বেছে নেওয়া মেয়াদের ভিত্তিতে)। অথবা আপনি মেয়াদ পূর্ণ হওয়ার পরে এককালীন পুরো টাকা নেওয়ার জন্য ‘সিঙ্গল ম্যাচিওরিটি স্কিম-এর বিকল্প বেছে নিতে পারেন। ফলে বাজাজ ফিনান্স এফডিতে টাকা রাখলে বিনিয়োগকারীরা নিরাপত্তার পাশাপাশি অনেক সুবিধা ও নিশ্চিত রিটার্ন পাচ্ছেন।
মাত্র কয়েকটি বোতাম ক্লিক করেই আপনি কয়েক মিনিটের মধ্যে Bajaj Finance online FD (বাজাজ ফিনান্স অনলাইন এফডি)-তে বিনিয়োগ করতে পারবেন। নথিপত্রের জটিলতা, লম্বা লাইনের কষ্ট, বিরক্তিকর দীর্ঘ অপেক্ষার কোনও ঝামেলাই নেই। বাজাজ ফিনান্সে সঞ্চয়ের মাধ্যমে আপৎকালীন তহবিল গড়ে, দায়িত্বশীলভাবে আপনার নতুন বছর উদযাপন করুন।
Be First to Comment