শুভ জন্মদিন উসেইন সেইন্ট লিও বোল্ট
বাবলু ভট্টাচার্য : ৯.৫৮ সেকেন্ডে ১০০ মিটার দৌড়ের এবং ১৯.১৯ সেকেন্ডে ২০০ মিটার দৌড়ের দুটো রেকর্ড পকেটে নিয়ে ঘোরেন যিনি— তিনি উসেন সেন্ট লিও বোল্ট। যার পকেটে আছে পাঁচবার বিশ্বরেকর্ড।
এছাড়াও, তিনবার অলিম্পিক স্বর্ণপদক লাভ করেছেন তিনি। তিনি ১০০ মিটার, ২০০ মিটার এবং দলীয় সঙ্গীদেরকে নিয়ে ৪×১০০ মিটার রীলে দৌড়ে বিশ্বরেকর্ড ও অলিম্পিক রেকর্ডের অধিকারী।
ক্রীড়াপ্রেমী ব্যক্তিবর্গ মনে করেন, বোল্ট পৃথিবীর সর্বকালের দ্রুততম মানব। বোল্ট নিজের করা বিশ্বরেকর্ড ২০১০ সালে ভেঙ্গে ফেলেন।
জ্যামাইকার ছোট্ট শহর শেরউড কনটেন্ট এলাকায় তিনি বাবা-মা ওয়েলেসলি এবং জেনিফার বোল্ট ও ভাই সাদেকী এবং বোন শিরাইন-কে নিয়ে বড় হয়েছেন। তার বাবা ছিলেন একজন মুদি দোকানদার।
বোল্ট ওয়াল্ডেনসিয়া প্রাইমারী এন্ড অল-এজ স্কুলে ভর্তি হন। বার্ষিক জাতীয় প্রাথমিক বিদ্যালয়ের প্রতিযোগিতায় তার দৌড়ের দক্ষতা ফুটে ওঠে। বার বছর বয়সেই ১০০ মিটার দূরত্বের দৌড়ে বোল্ট বিদ্যালয়ের সবচেয়ে দ্রুততম দৌড়বিদ হিসেবে পরিচিতি লাভ করেন।
উইলিয়াম নিব মেমোরিয়াল হাই স্কুলে ভর্তি হবার পর সাবেক অলিম্পিক দৌড়বিদ পাবলো ম্যাকনিল এবং ওয়েন ব্যারেট, বোল্টকে প্রশিক্ষণ দিতে থাকেন ও অ্যাথলেটিকে তার সক্ষমতায় উদ্দীপনা যোগাতে যথেষ্ট সহায়তা করেন।
উসেইন সেইন্ট লিও বোল্ট ১৯৮৬ সালের আজকের দিনে (২১ আগস্ট) জ্যামাইকার ট্রিলনি পারিশের শেরউড কনটেন্ট এলাকায় জন্মগ্রহণ করেন।
Be First to Comment