গোপাল দেবনাথ : কলকাতা, ২৫ ডিসেম্বর ২০২১। আজ শনিবার পঁচিশে ডিসেম্বর বা খ্রিস্টমাস ডে বিশ্বজুড়ে জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে বাঙালির কাছেও এক বিশেষ উৎসবের দিন, আধুনিক বাঙালির বড়োদিন নানা ধরণের কেক খাওয়া ও উৎসবের দিন। তাই এই দিনে ‘উরিবাবা’ সংস্থা পরিকল্পনা নিয়েছে এক অভিনব উদ্যোগের, নাম ‘হোক বড়ো মনে বড়োদিন’। উৎসবের সঙ্গে আনন্দের সম্পর্ক সমানুপাতিক, আর সেই আনন্দ ভাগ করে নিতে ‘উরিবাবা’ হাত ধরেছে এই শহরের তৃতীয় লিঙ্গের বিশেষত রূপান্তরকামী মানুষের।
ট্রাফিকের লাল আলোতে রাস্তায় গাড়ি দাঁড়ালে যেই হাতগুলো অর্থ প্রত্যাশী হয়ে জানলার কাঁচে টোকা মারে এবং অর্থ পাওয়ার পর আশীর্বাদের হাত বাড়িয়ে দেয় তারাই আজ অর্থাৎ ২৫ ডিসেম্বর নেওয়ার বদলে খ্রিস্টমাস গিফট দেবে শহরবাসীকে। ‘উরিবাবা’ আসলে এক স্বপ্নের নাম, যেই স্বপ্ন ভালোবাসার মিঠে স্বাদকে ছড়িয়ে দিতে চায় আক্ষরিক অর্থেই সবার মধ্যে।
তাই মনের মধ্যে আকাশ ধরার এই প্রয়াস, ‘হোক বড়ো মনে বড়োদিন’।
Be First to Comment