প্রকৃতি : —
সঞ্জীব হালদার : উত্তর সপ্তগ্রাম, বিশর পাড়া।
শক্তি যজ্ঞে যপ হয় হিমাদ্রী স্থাবর,
পর্বতে সুমেরু, যক্ষেতে কুবের।
বসুতে অনল, রুদ্রে শঙ্কর,
আদি অন্তরের মধ্যে সৃষ্টি সকলের। তুমি অক্ষয় কাল বিধাতা,
সর্বভূতে জীব, তোমারে সুধাই, আমি।
দেবেতে বাসব, জীবেতে চেতন তুমি,
উৎপাদিত হরি শক্তি, তোমার ভিতর।
উদভ্রান্ত চিত্ত একেশ্বরবাদী মৃত্যুময় এ সংসার,
অগ্নির অগ্রগতি সুদর্শন চক্রে।
সূর্যকরে আলোকিত, বিশ্ব সভা মাঝে,
পুরুষ ও প্রকৃতি রুপে রেখেছ ধরিয়া।
Be First to Comment