গোপাল দেবনাথ : কলকাতা, ১৩ জুন, ২০২১। উত্তর কলকাতায় পাঁচটি সংগঠনের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এক বিশাল রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সুকিয়া স্ট্রিটের শ্রীমানি বাড়িতে এই আয়োজনটি সকলের নজর কেড়েছে।
লাইফ কেয়ার ব্ল্যাড ব্যাংকের সহায়তায় ভ্রাম্যমাণ বাসে এই শিবিরটি আয়োজিত হয়। ৭০জন রক্তদাতা এই স্বেচ্ছা রক্তদানে অংশগ্রহণ করেন। রক্তদাতাদের হাতে ফুল গাছের চারা তুলে দেওয়া হয়। এ ছাড়াও এই শিবিরে শিশির
শী র তত্ত্বাবধানে বিধাননগর বায়োভারতী লাইফ সায়েন্স প্রাইভেট লিমিটেডের সহায়তায় ৯১ জন মানুষের করোনা এন্টিবডি পরীক্ষার জন্য রক্ত সংগ্রহ করেন।

সমগ্ৰ শিবিরটি ক্যানসার বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ সুবীর গাঙ্গুলীর তত্ত্বাবধানে সুসম্পন্ন হয়। যে সকল সংগঠন এই রক্তদান ও করোনা এন্টিবডি শিবিরটি অতি নিষ্ঠার সাথে আয়োজন করেন তাদের নাম বিশেষভাবে উল্লেখ করতে হয় ফাইট ক্যানসার,
বৃন্দাবন মাতৃমন্দির, আমরা সবাই ও হ্যাপি ক্লাব, মর্নিং ওয়ার্কার্স এসোসিয়েশন,(বিদ্যাসাগর পার্ক) এবং মিলন সমিতি (হৃষিকেশ পার্ক) রক্তদাতাদের উৎসাহ দিতে হাজির হয়েছিলেন কুনাল ঘোষ, সঞ্জয় বক্সী, স্মিতা বক্সী, পৌরমাতা মীনাক্ষী গুপ্ত সহ বিশিষ্টজন।
Be First to Comment