শুভ ঘোষ : কলকাতা, ২৩, নভেম্বর, ২০২০। উত্তর কলকাতায় নয়ন চাঁদ দত্ত স্ট্রিটে প্লেয়ার্স ক্লাব এর উদ্যোগে শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা এই বছর ২২তম বর্ষে পদার্পন করলো। প্লেয়ারস ক্লাবের কর্মকান্ড শুধু পুজোতেই থেমে থাকে না। সারাবছর ধরে নানাবিধ সামাজিক কাজ করে থাকে এই সংস্থা। গতকাল ২২ নভেম্বর জগদ্ধাত্রী পূজো কে উপলক্ষ করে করোনা অতিমারীর সময়ে মুমূর্ষু রোগীদের রক্তের অভাব কে মাথায় রেখে এক স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করেন।

করোনা মহামারীর সময়ে লকডাউনের সময়ে এলাকার অসুস্থ অসহায় মানুষের পাশে নিত্যদিনের খাদ্য দ্রব্য, স্যানিটাইজার, ফেস মাক্স বিতরণ করা হয় প্লেয়ার্স ক্লাবের উদ্যোগে। গতকালের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সদস্য অঞ্জন কুমার দাস। এ ছাড়াও উপস্থিত ছিলেন রিন্টু কর সহ ক্লাবের সদস্য বৃন্দ। এই বছর সকলের জগদ্ধাত্রী মায়ের কাছে একটাই প্রার্থনা করোনা মুক্ত হোক এই পৃথিবী।
Be First to Comment