বিশেষ প্রতিনিধি : কলকাতা, ৯ ফেব্রুয়ারি, ২০২২। ক্যান্সার রোগ নিয়ে বিশ্বের মানুষের আতঙ্কের শেষ নেই। এই বিশ্ব যত বেশি পরিমাণে বিজ্ঞান নির্ভর ও আধুনিক হচ্ছে সেই অনুপাতে রোগীদের রোগনির্ণয় হচ্ছে এবং তাতে দেখা যাচ্ছে ঘরে ঘরে ক্যান্সার আক্রান্ত মানুষ ছেয়ে গেছে। আকছার মৃত্যুর ঘটনাও ঘটে চলেছে। গত কয়েকদিন আগে গেছে বিশ্ব ক্যান্সার দিবস। আর সেই দিনটি কে মাথায় রেখে বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে হৃষিকেশ পার্কের স্বেচ্ছাসেবী সংস্থা উই আর দি ওয়ার্ল্ড এর পরিচালনায় আজ বুধবার সন্ধ্যায় মিলন সমিতি প্রাঙ্গনে একটি ক্যান্সার সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্যান্সার বিশেষজ্ঞ ডাঃ জীবক ভট্টাচার্য এবং বিশিষ্ট মনোবিজ্ঞানী ঊষসী ব্যানার্জী। “করোনা পরিস্থিতির মধ্যে দীর্ঘদিন ঘর বন্দী শিশু কিশোরদের অভিভাবক,অভিভাবিকা ও শিক্ষক, শিক্ষিকাদের ভূমিকা ও ব্যবহার” সমন্ধে মূল্যবান ব্ক্তব্য রাখেন বিশিষ্ট মনোবিজ্ঞানী ঊষসী ব্যানার্জী। সমগ্ৰ শিবিরটি পরিচালনা করেন প্রখ্যাত ক্যান্সার বিশেষজ্ঞ ডাঃ সুবীর গাঙ্গুলী। বহু মানুষের উপস্থিতিতে সমগ্ৰ অনুষ্ঠানটি অত্যন্ত উপোযোগী হয়।
Be First to Comment