ইন্দ্রজিৎ আইচ : ১৮ জুন ২০২১। ইয়াস বিধ্বস্ত সুন্দরবন বাসির করুন অবস্থায় এগিয়ে এসেছেন বিভিন্ন সংগঠন। তাঁরা তাঁদের সামর্থ অনুযায়ী সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সুন্দরবন বাসির মুখে হাসি ফোটাতে। গত ১৫ ই জুন গোবরডাঙা নাবিক নাট্যম পৌঁছে গিয়েছিলেন হিঙ্গলগঞ্জ এর কুমিরমারী গ্রামে।
সেখানে বসিরহাটের অজয় বাইনের নেতৃত্বে গত ১ লা জুন থেকে শুরু হয়েছে কমিউনিটি কিচেন। গোবরডাঙা নাবিক নাট্যম সেখানে ৫১ টি পরিবারের ৪০০ জন মানুষকে দুবেলার অন্ন তুলে দিচ্ছেন।
নাবিক নাট্যমের সম্পাদক শ্রী অনিল কুমার মুখার্জী জানান, আমরা ১৯৭৭ সাল থেকে নিয়মিত থিয়েটার করি মানুষের কথা ভেবে। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টায় চেষ্টা করছি অসহায় মানুষগুলোর পাশে থেকে তাঁদের মুখে একটু হাসি ফুটিয়ে তুলতে। নাবিকের পক্ষ থেকে ছিলো স্বরূপ দেবনাথ, অনিল কুমার মুখার্জী, দেবাশীষ ঘোষ,
চিন্ময় চক্রবর্তী, লাল্টু দাস ও জীবন অধিকারী, সহযোগী বন্ধু হিসাবে পাশে ছিলো মছলন্দপুর ইমন মাইম সেন্টার এর ধীরাজ হওলাদার, জয়ন্ত, অনুপ, সায়ন আরো অনেকে।
Be First to Comment