Press "Enter" to skip to content

ইসরোর বিশিষ্ট বিজ্ঞানী ডঃ তপন মিশ্র কে বিষ প্রয়োগের মাধ্যমে হত্যা করার চেষ্টার ঘটনার প্রতিবাদে বিধান শিশু উদ্যানের উদ্যোগে মৌন মিছিল……..।

Spread the love

গোপাল দেবনাথ : ১০, জানুয়ারি, ২০২১। আজ ১০জানুয়ারি বিকেল ৪ টের সময় বিধান শিশু উদ্যান থেকে প্রায় ৫০০ অভিভাবক-অভিভাবিকা, শিক্ষক-শিক্ষিকাদের একটি মৌন মিছিল সমস্ত অতিমারী করোনা বিধি মেনে এলাকা পরিক্রমা করে এবং নাগরিকদের স্বাক্ষর সম্বলিত একটি স্মারকলিপি মানিকতলা থানায় জমা দেওয়া হয়। গত ৫ জানুয়ারি বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী এবং ইসরোর সিনিয়ার অ্যাডভাইজার ড. তপন মিশ্র যে ফেসবুক পোস্টটি করেন তার পরিপ্রেক্ষিতেই এই মৌন মিছিলের আয়োজন।

ড. তপন মিশ্র তাঁর লেখার প্রতিটি ছত্রে ছত্রে ইসরোর অন্দরমহলের দুর্নীতির চিত্রটি তুলে ধরেন। এই বিশিষ্ট বিজ্ঞানী বেশ কিছু আবিষ্কারের পর ইসরোর একটি স্বার্থান্বেষী অংশ তাঁকে বিষ প্রয়োগের মাধ্যমে হত্যা করার চেষ্টা করতে থাকে। বিগত বহু বছর ধরে আমাদের দেশের বেশকিছু বিশিষ্ট বিজ্ঞানীদের রহস্যজনক মৃত্যু ঘটেছে কিন্তু তার কোনো যথাযোগ্য তদন্ত হয়নি।

ড.তপন মিশ্র ফেসবুকের লেখায় তার ভয়ঙ্কর রূপটি প্রকাশ পেয়েছে। বিধান শিশু উদ্যানের সম্পাদক গৌতম তালুকদার উপস্থিত সাংবাদিকদের জানালেন, আমরা বিধান শিশু উদ্যানের পক্ষ থেকে দাবি করি ড. তপন মিশ্র উল্লিখিত অভিযোগগুলো যথাযোগ্য তদন্তকারী সংস্থার মাধ্যমে তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটিত করা হোক। আমরা চাই পরমাণু এবং মহাকাশ বিজ্ঞানে নিযুক্ত বিজ্ঞানীরা যাতে পূর্ণ নিরাপত্তার মধ্যে স্বাধীনভাবে কাজ করতে পারেন।

আগামী প্রজন্মের ছাত্র-ছাত্রীদের মধ্যে এইসব বিভাগে স্বাধীনভাবে গবেষণার ক্ষেত্রে নিজেদের অসুরক্ষিত না মনে করে সে কারণেই আমাদের এই প্রয়াস। উল্লেখ করা যেতে পারে আমাদের এই উদ্যানেও বেশ কয়েক বছর ধরে মহাকাশ বিজ্ঞান নিয়ে অত্যন্ত বড় মাপের প্রদর্শনী হয়ে আসছে এবং বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্র ছাত্রীদের মহাকাশ বিজ্ঞান নিয়ে উৎসাহ চোখে পড়ার মতো।

কিন্তু এই ধরণের সাংঘাতিক ঘটনা আগামীদিনের ছাত্র ছাত্রীদের মনে প্রভাব পড়তে পারে। এই বিষয়টি উপর সরকারের বিশেষ নজর দেওয়া উচিৎ বলে মনে করি।

More from GeneralMore posts in General »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.