Press "Enter" to skip to content

ইমিউনিটি বাড়াতে তুলসি ও মধু দিয়ে তৈরি ‘আরোগ্য সন্দেশ’…………

Spread the love

#রোগ প্রতিরোধ করতে পশ্চিমবঙ্গে ‘ইমিউনিটি সন্দেশ’।#

বাবলু ভট্টাচার্য: ঢাকা, পশ্চিমবঙ্গ সরকারের প্রাণীসম্পদ উন্নয়ন বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, রোগ প্রতিরোধকারী একটি বিশেষ সন্দেশ তৈরি করছেন তারা৷ আগামী দুই মাসের মধ্যে সন্দেশটি পাওয়া যাবে৷ সংবাদসংস্থা পিটিআইকে সেই কর্মকর্তা জানান, ইমিউনিটি বাড়াতে সক্ষম এই ‘আরোগ্য সন্দেশ’ তৈরি করা হবে তুলসি ও মধু দিয়ে৷ সন্দেশের জন্য মধু সরবরাহ করা হবে সুন্দরবন থেকে৷ প্রাণীসম্পদ উন্নয়ন বিভাগের পক্ষে জানানো হয়েছে যে, এই সন্দেশে কোনো কৃত্রিম স্বাদ থাকবে না৷ এই বিশেষ সন্দেশটি কলকাতা ও তার আশেপাশের জেলাগুলির বিভাগীয় আউটলেটগুলিতে পাওয়া যাবে বলেও জানান সেই কর্মকর্তা৷ সুন্দরবন বিষয়ক মন্ত্রী মন্টুরাম পাখিরা জানান, আরোগ্য সন্দেশের জন্য মধু সুন্দরবনের পিরখালি, ঝাড়খালি অঞ্চল থেকে আনা হবে৷ আগামী দুই মাসের মধ্যে বাজারে চলে আসবে এই সন্দেশ৷ দামও থাকবে নাগালের মধ্যেই, জানান পাখিরা৷ কিন্তু এই সন্দেশ কোনোমতেই করোনা ভাইরাসের প্রতিষেধক নয়, তা স্পষ্ট করে দেন মন্ত্রী৷ এই সন্দেশ কেবলই শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করবে বলে জানান তিনি৷

More from GeneralMore posts in General »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.