বিশেষ প্রতিনিধি : কলকাতা, ২৩ সেপ্টেম্বর,২০২১: ডাক বিভাগ, (পশ্চিমবঙ্গ সার্কেল) -এর সহযোগিতায় থিজম গ্রুপ বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা-লেখক সত্যজিৎ রায়ের জন্মশতবার্ষিকী এবং পথের পাঁচালীর ৬৬ বছর উপলক্ষে একটি বিশেষ কভার আজ প্রকাশ করেছেন । ২৩ সেপ্টেম্বর ১৯৫৫ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেনেট হলে পথের পাঁচালির জন্য সত্যজিৎ রায়কে সম্মানিত করা হয়। এটি চিরকাল মনে রাখার মতো একটি শুভ উপলক্ষ ছিল যে, ভারতের ডাক বিভাগ মর্যাদাপূর্ণ রোটান্ডা, জিপিও, কলকাতায় এই রিলিজ অনুষ্ঠানটার আয়োজন করলেন। সন্দীপ রায়, বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা এবং সত্যজিৎ পুত্র, দেবাশিস মুখোপাধ্যায়, সুপরিচিত সত্যজিৎ গবেষক, একতা ভট্টাচার্য, যিনি এই বিশেষ প্রচ্ছদ ডিজাইন করেছেন, নীরজ কুমার, পিএমজি, কলকাতা রিজিয়ন, মনোজ কুমার,ডাইরেক্টর, জিপিও কলকাতা, রীতম সাহা, সিডিও ও পরিচালক, থিজম গ্রুপ এর মতো বিশিষ্টদের উপস্থিতিতে এই অনুষ্ঠান হয়ে গেল। নীরজ কুমার, পিএমজি, কলকাতা রিজিয়ন, সন্দীপ রায়, রিতম সাহা, সিডিও এবং পরিচালক, থিজম গ্রুপ বিশেষ কভারটা প্রকাশ করেন। পুরো প্রকল্পটি ডিজাইন করেছেন দ্য ড্রিমার্স মিউজিক পিআর এজেন্সির সুদীপ্ত চন্দ।সমগ্র অনুষ্ঠানটার সঞ্চালনার দায়িত্বে ছিলেন বিশিষ্ট শিল্পী সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়।
সন্দীপ রায় বলেন, “এটা আমার জন্য অত্যন্ত আনন্দের যে আমার বাবার জন্মশতবার্ষিকী বছর এত বড়ভাবে উদযাপিত হচ্ছে। আমি থিজম গ্রুপ এবং ডাক বিভাগের প্রতি সত্যিই কৃতজ্ঞ। এটি পথের পাঁচালির জন্য একটি গর্বের মুহূর্ত যা একটি ক্লাসিক আমার বাবার তৈরি ৬৬ বছরে পূর্ণ করেছে তাকেও স্মরণ করা হলো। এইরকম গুরুত্বপূর্ণ দিনে বিশেষ কভার প্রকাশ করতে পেরে আমি খুব খুশি। ” থিজম গ্রুপের সিডিও এবং পরিচালক রিতম সাহা বলেন, “সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষ উপলক্ষে এই ধরনের একটি অনন্য জিনিস বিশেষ কভার উপস্থাপন করতে পেরে আমরা গর্বিত বোধ করছি। এটা আমাদের জন্যও একটি সম্মানের মুহূর্ত। আমরা অনেক অনুষ্ঠান করেছি কিন্তু এই অনুষ্ঠান আমাদের কাছে খুব বিশেষ হয়ে থেকে যাবে। ” দেবাশিস মুখোপাধ্যায় সেদিনের প্রাসঙ্গিকতা সম্পর্কে বলেছিলেন যে কেন ২৩ সেপ্টেম্বর এই অনুষ্ঠানটা করা হলো। সুজয় প্রসাদ চট্টোপাধ্যায় একটি রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন আমি চিনি গো চিনি তোমারে যা সত্যজিৎ রায় চারুলতাতে ব্যবহার করেছিলেন।শুরুতে পথের পাঁচালী নিয়ে দেখানো হয় ছোট্ট একটা ভিডিও।থিজম গ্রুপ, যা কলকাতার মানুষের সেবায় ৫০ বছর পূর্ণ করেছে, ইভেন্ট এবং বিনোদন, স্বাস্থ্যসেবা, বিদ্যুৎ এবং লিফট উৎপাদন প্রভৃতি ক্ষেত্রে একটি বৈচিত্রপূর্ণ সংগঠন।
ইন্ডিয়া পোস্ট ও থিজম গ্রুপ সত্যজিৎ রায়ের জন্ম শতবার্ষিকী এবং পথের পাঁচালীর ৬৬ বছর উপলক্ষে একটি বিশেষ কভার প্রকাশ করলেন….।
More from ArtMore posts in Art »
- Global Impressions: 3rd Print Biennale India 2026 Announced….
- আইসিসিআর এ ক্যালকাটা জার্নালিস্টস ক্লাবের উদ্যোগে ৮ম আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতা….।
- STUDENTS ANNUAL EXHIBITION – PARAMPARA. 160TH YEAR. GOVT. COLLEGE OF ART & CRAFT. CALCUTTA….
- Senco Gold & Diamonds supported Gallery Gold showcase its 9th Edition of ‘Strokes & Strikes’-Painting Exhibition to promote budding artists….
- ওড়িয়া শিল্পী চন্দন নায়কের একক শিল্প প্রদর্শনী…।
- India’s Biggest Design Exhibition of 2024 BRDS Design Exhibition 2024, Kolkata- A Display of Artworks, 3D Models and Canvases….
More from EntertainmentMore posts in Entertainment »
- Garden Vareli to Collaborate with ‘My Name is Jaan’ to Celebrate the Legacy of Gauhar Jaan at Kala Mandir…
- ‘পাগল তোমার জন্য যে’ টেলি ছবিতে মান্না দে স্বয়ং অভিনয় করেছিলেন…।
- কনসেপ্টচুয়াল বিউটি প্রেজেন্ট শো হাইজেস্ট ফ্যাশন ডিভা সিজন -২ ও বাংলার সেরা বাঙালীদের সম্মান প্রদানে’ সেরা বাঙালিয়ানা সম্মান’….।
- “ঋতু-পয়েন্টার”— ঋতুপর্ণ ঘোষের সম্মানে একটি শ্রদ্ধাঞ্জলি সন্ধ্যা….।
- A.R. Rahman’s “The Wonderment Tour”….
- কলকাতায় আম্বেদকর স্মরণে গুণীজন সম্বর্ধনা ও বিশেষ আলোচনা চক্র….।
Be First to Comment