নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ২১ নভেম্বর, ২০২৪। গত ১৯ এবং ২০ শে নভেম্বর ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দু’দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনেক সাধুসন্ত ও ভক্ত মন্ডলীর মূল্যবান আধ্যাত্মিক আলোচনায় অনুষ্ঠান এক বিশেষ রূপ পায়। দুদিনের অনুষ্ঠানে প্রধান প্রাপ্তি ছিল সংঘ জননী শ্রীশ্রী গুরুমার আশীর্বচন। চতুর্দিকে অরাজক পরিস্থিতিতে শান্তি ফিরিয়ে আনতে বেদান্ত সোসাইটির ভূমিকার উপর আলোকপাত করেন সকলের অতিপ্রিয় গুরুমা। সংঘের সন্ন্যাসীদের বেদান্ত দর্শন অনুষ্ঠানকে সমৃদ্ধ করে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যাদবপুর অঞ্চলের বিধায়ক শ্রী দেবব্রত মজুমদার ও ১০৬ নম্বর ওয়ার্ডের পৌরপিতা শ্রী অরিজিৎ দাস ঠাকুর। প্রাত্যহিক জীবনে ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির অবদান এবং বিভিন্ন সময়ে সমাজ সেবামূলক কাজে তাদের অগ্রণী ভূমিকাকে সাধুবাদ জানান উপস্থিত অতিথিগণ। অনুষ্ঠানে স্বামী শংকরানন্দজীর লেখা ‘মাইন্ড ইওর মাইন্ড’ বইটির উদ্বোধন করেন সংঘজননী শ্রী শ্রী গুরু মা। বইটি নিঃসন্দেহে ছাত্র-ছাত্রীদের জীবনে অপরিহার্য অবদান রাখবে।বুধবার সন্ধ্যায় একটি মনোগ্রাহী সাংস্কৃতিক অনুষ্ঠান হয় যেখানে আইভিএস এর ভক্তরা এবং বাইরের আমন্ত্রিত শিল্পীরা নাচ, গান ও কবিতা আবৃত্তির মাধ্যমে নিজ নিজ প্রতিভার স্বাক্ষর রাখেন।দূর দূর থেকে আগত ভক্ত মন্ডলীকে প্রসাদ বিতরণ ও ধন্যবাদ জ্ঞাপন এর মাধ্যমে দুদিনের অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়।
ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দু’দিনব্যাপী অনুষ্ঠান….।
More from CultureMore posts in Culture »
- উত্তর কলকাতার বিধান শিশু উদ্যানে স্মরণিকা প্রকাশ ও গুণীজন সংবর্ধনা…
- শ্রীচৈতন্য গৌড়ীয় মঠের প্রাক্তন আচার্য্য শ্রীল ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী মহারাজের দিব্য জন্মশতাব্দী…।শ্রীচৈতন্য গৌড়ীয় মঠের প্রাক্তন আচার্য্য শ্রীল ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী মহারাজের দিব্য জন্মশতাব্দী…।
- আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে অল ইন্ডিহিউম্যান রাইটস অর্গানাইজেশন উদ্যোগে তরফ থেকে এক বিরাট তারকা খচিত সম্মান প্রদান অনুষ্ঠান….।
- হারানো সুরে হলুদ ট্যাক্সি, আলোচনায় শহর কলকাতা….।
- 6th Himalayan Orange Tourism Festival 2024….
- ভবিষ্যৎ প্রকাশনী আয়োজিত সাহিত্যের সেরা সম্মান ২০২৪….।
More from InternationalMore posts in International »
- শ্রদ্ধাঞ্জলি- এই জাকির, এ হলো রাজিকা…পরিমলদা র ছাত্রী..খুব ভালো নাচে।”শুনে উনি পরিষ্কার বাংলায় বললেন, “ভারী মিষ্টি মেয়ে…তাহলে তো তোমার সঙ্গে বাজাতে হয়।”….।
- উত্তর কলকাতার বিধান শিশু উদ্যানে স্মরণিকা প্রকাশ ও গুণীজন সংবর্ধনা…
- শ্রীচৈতন্য গৌড়ীয় মঠের প্রাক্তন আচার্য্য শ্রীল ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী মহারাজের দিব্য জন্মশতাব্দী…।শ্রীচৈতন্য গৌড়ীয় মঠের প্রাক্তন আচার্য্য শ্রীল ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী মহারাজের দিব্য জন্মশতাব্দী…।
- শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর “শুভ বিবাহ উৎসব”….।
- আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে অল ইন্ডিহিউম্যান রাইটস অর্গানাইজেশন উদ্যোগে তরফ থেকে এক বিরাট তারকা খচিত সম্মান প্রদান অনুষ্ঠান….।
- পুর্ব ছাড়িয়ে পশ্চিম মেদনীপুরের মাটিতেও সাফল্য ইন্দ্রানী ধানবীজের….।
Be First to Comment